ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ার নতুন রাজধানী হবে নুসান্ত্রা

আন্তর্জাতিক ডেস্কঃ

জাকার্তার বদলে ইন্দোনেশিয়ার নতুন রাজধানী হবে নুসান্ত্রা। সম্প্রতি ইন্দোনেশিয়া ঘোষণা দিয়েছে, জাকার্তার বদলে তারা যে নতুন রাজধানী তৈরি করতে যাচ্ছে, তার নাম হবে ‘নুসান্ত্রা’। খবর বিবিসির।

ভিড়বহুল জাকার্তা দুষিত হয়ে পড়েছে এবং ভূ-গর্ভস্থ পানির মাত্রাতিরিক্ত উত্তোলনের ফলে আশঙ্কাজনক হারে ডেবে যাচ্ছে।

দেশটির দ্রুত ডুবন্ত শহর জাকার্তা থেকে রাজধানী সরিয়ে নেয়ার একটি প্রস্তাব পার্লামেন্ট অনুমোদনের পর এই ঘোষণা দিয়েছে সরকার।

বোর্নিও দ্বীপ থেকে ১ হাজার ৩০০ কিলোমিটার দূরের রাজধানী তৈরি করার প্রথম প্রস্তাব করা হয়েছিল ২০১৯ সালে।

তবে সমালোচকরা বলছে, নতুন এই নাম বিভ্রান্তি তৈরি করতে পারে। সেই সঙ্গে রাজধানী সরিয়ে নেয়ার এই পদক্ষেপে পরিবেশগত বিষয়গুলোকেও উপেক্ষা করা হয়েছে। জাভা সাগরের এই বৃহত্তম দ্বীপে এক কোটির বেশি মানুষ বসবাস করে।

শহরের বায়ুদূষণ এবং ট্রাফিক জ্যামের কুখ্যাতি রয়েছে। সময়মতো সভা-সমাবেশে অংশ নেয়ার জন্য সরকারের মন্ত্রীদের পুলিশের গাড়ি বহরের পাহারা নিতে হয়।

বোর্নিও প্রদেশের ইস্ট কালিমানতানে নতুন রাজধানী তৈরি হলে জাকার্তা থেকে চাপ কিছুটা কমবে বলে সরকার আশা করছে।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, জঙ্গল এবং ওরাংওটাং প্রাণীর আবাসস্থল ইস্ট কালিমানতানে মাত্র ৩৭ লাখ মানুষ বসবাস করে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগর ভয়াবহ আগুন কয়ক কাটি টাকার ক্ষতি 

ইন্দোনেশিয়ার নতুন রাজধানী হবে নুসান্ত্রা

আপডেট সময় ১২:৩০:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ

জাকার্তার বদলে ইন্দোনেশিয়ার নতুন রাজধানী হবে নুসান্ত্রা। সম্প্রতি ইন্দোনেশিয়া ঘোষণা দিয়েছে, জাকার্তার বদলে তারা যে নতুন রাজধানী তৈরি করতে যাচ্ছে, তার নাম হবে ‘নুসান্ত্রা’। খবর বিবিসির।

ভিড়বহুল জাকার্তা দুষিত হয়ে পড়েছে এবং ভূ-গর্ভস্থ পানির মাত্রাতিরিক্ত উত্তোলনের ফলে আশঙ্কাজনক হারে ডেবে যাচ্ছে।

দেশটির দ্রুত ডুবন্ত শহর জাকার্তা থেকে রাজধানী সরিয়ে নেয়ার একটি প্রস্তাব পার্লামেন্ট অনুমোদনের পর এই ঘোষণা দিয়েছে সরকার।

বোর্নিও দ্বীপ থেকে ১ হাজার ৩০০ কিলোমিটার দূরের রাজধানী তৈরি করার প্রথম প্রস্তাব করা হয়েছিল ২০১৯ সালে।

তবে সমালোচকরা বলছে, নতুন এই নাম বিভ্রান্তি তৈরি করতে পারে। সেই সঙ্গে রাজধানী সরিয়ে নেয়ার এই পদক্ষেপে পরিবেশগত বিষয়গুলোকেও উপেক্ষা করা হয়েছে। জাভা সাগরের এই বৃহত্তম দ্বীপে এক কোটির বেশি মানুষ বসবাস করে।

শহরের বায়ুদূষণ এবং ট্রাফিক জ্যামের কুখ্যাতি রয়েছে। সময়মতো সভা-সমাবেশে অংশ নেয়ার জন্য সরকারের মন্ত্রীদের পুলিশের গাড়ি বহরের পাহারা নিতে হয়।

বোর্নিও প্রদেশের ইস্ট কালিমানতানে নতুন রাজধানী তৈরি হলে জাকার্তা থেকে চাপ কিছুটা কমবে বলে সরকার আশা করছে।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, জঙ্গল এবং ওরাংওটাং প্রাণীর আবাসস্থল ইস্ট কালিমানতানে মাত্র ৩৭ লাখ মানুষ বসবাস করে।