ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

কুমিল্লায় অস্ত্র-গুলি-পেট্রোল বোমাসহ শিবিরের ৪ নেতা-কর্মী আটক

file

বেলাল উদ্দিন আহম্মদ, বিশেষ প্রতিনিধিঃ

০৪ ফেব্রুয়ারী ২০১৫ ইং (মুরাদনগর বার্তা ডটকম):

কুমিল্লায় গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে নাশকতাকারীদের পাল্টাপাল্টি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ অস্ত্র-গুলি ও পেট্রোল বোমাসহ শিবিরের চার নেতা-কর্মীকে আটক করেছে। এতে ছয় পুলিশ আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

বুধবার ভোর রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে জেলার সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ডিবি’র এসআই মো. আদিল মাহমুদ, এসআই মো. শাহ কামাল আকন্দ, এসআই মো. সহিদুল ইসলাম, এএসআই মো. নজরুল ইসলাম, কনস্টেবল শ্যামল চক্রবর্তী ও বাহারুল ইসলাম।

আটককৃতরা হলেন, জেলার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল গ্রামের বোরহান উদ্দিন(২৫), চৌদ্দগ্রাম উপজেলার মাদারপুস্কুরনী গ্রামের মো: আবদুল আলী(২২), একই উপজেলার নালঘর গ্রামের আবু ইউসুফ(২৫) ও মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পশ্চিম ঘোড়াবই গ্রামের আবু ছুফিয়ান (২০)।

ঘটনায় বুধবার দুপুরে পুলিশ বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় অস্ত্র, বিস্ফোরক আইনসহ পুলিশ আহত করার অভিযোগে পৃথক তিনটি মামলা করেছে।

ডিবি সূত্রে জানা গেছে, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বুধবার ভোর রাত সাড়ে তিনটার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণপুর নামক স্থানে ১০-১৫ জন নাশকতাকারী ডিবি পুলিশের গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করলে তা লক্ষ্যভ্রষ্ট হয়। এ সময় পুলিশ গাড়ি থেকে নামামাত্র নাশকতাকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এতে পুলিশও আত্মরক্ষার্থে ১৭ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে। পাল্টাপাল্টি গুলিবর্ষণের একপর্যায়ে ডিবি’র তিন এসআইসহ ছয় সদস্য আহত হন। এ ঘটনায় চার নাশকতাকারীকে আহত অবস্থায় আটক করা হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিবি’র ওসি একেএম মনজুর আলম জানান, আটককৃতদের কাছ থেকে দুইটি রিভলবার, দুই রাউন্ড গুলি ও ছয়টি পেট্রোল বোমা  উদ্ধার হয়েছে। তারা জিজ্ঞাসাবাদে নিজেদেরকে শিবিরের কর্মী বলে পরিচয় দেন।

ট্যাগস

কুমিল্লায় অস্ত্র-গুলি-পেট্রোল বোমাসহ শিবিরের ৪ নেতা-কর্মী আটক

আপডেট সময় ০৯:৫৫:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০১৫

file

বেলাল উদ্দিন আহম্মদ, বিশেষ প্রতিনিধিঃ

০৪ ফেব্রুয়ারী ২০১৫ ইং (মুরাদনগর বার্তা ডটকম):

কুমিল্লায় গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে নাশকতাকারীদের পাল্টাপাল্টি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ অস্ত্র-গুলি ও পেট্রোল বোমাসহ শিবিরের চার নেতা-কর্মীকে আটক করেছে। এতে ছয় পুলিশ আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

বুধবার ভোর রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে জেলার সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ডিবি’র এসআই মো. আদিল মাহমুদ, এসআই মো. শাহ কামাল আকন্দ, এসআই মো. সহিদুল ইসলাম, এএসআই মো. নজরুল ইসলাম, কনস্টেবল শ্যামল চক্রবর্তী ও বাহারুল ইসলাম।

আটককৃতরা হলেন, জেলার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল গ্রামের বোরহান উদ্দিন(২৫), চৌদ্দগ্রাম উপজেলার মাদারপুস্কুরনী গ্রামের মো: আবদুল আলী(২২), একই উপজেলার নালঘর গ্রামের আবু ইউসুফ(২৫) ও মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পশ্চিম ঘোড়াবই গ্রামের আবু ছুফিয়ান (২০)।

ঘটনায় বুধবার দুপুরে পুলিশ বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় অস্ত্র, বিস্ফোরক আইনসহ পুলিশ আহত করার অভিযোগে পৃথক তিনটি মামলা করেছে।

ডিবি সূত্রে জানা গেছে, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বুধবার ভোর রাত সাড়ে তিনটার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণপুর নামক স্থানে ১০-১৫ জন নাশকতাকারী ডিবি পুলিশের গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করলে তা লক্ষ্যভ্রষ্ট হয়। এ সময় পুলিশ গাড়ি থেকে নামামাত্র নাশকতাকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এতে পুলিশও আত্মরক্ষার্থে ১৭ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে। পাল্টাপাল্টি গুলিবর্ষণের একপর্যায়ে ডিবি’র তিন এসআইসহ ছয় সদস্য আহত হন। এ ঘটনায় চার নাশকতাকারীকে আহত অবস্থায় আটক করা হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিবি’র ওসি একেএম মনজুর আলম জানান, আটককৃতদের কাছ থেকে দুইটি রিভলবার, দুই রাউন্ড গুলি ও ছয়টি পেট্রোল বোমা  উদ্ধার হয়েছে। তারা জিজ্ঞাসাবাদে নিজেদেরকে শিবিরের কর্মী বলে পরিচয় দেন।