ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

কুমিল্লায় ট্রাকচাপায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা উপজেলায় ট্রাকচাপায় মো. সালমান (৮) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। সোমবার দুপুর ২টায় দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন মাধাইয়া বাস স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সালমান উপজেলার গল্লাই ইউনিয়নের বসন্তপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। সে বসন্তপুর খাদিজা (রা.) আদর্শ মাদ্রাসায় লেখাপড়া করতো।

স্থানীয়রা জানায়, যাত্রী উঠানোর জন্য মহাসড়কের উপরে দাঁড়িয়ে থাকা মারুতিকে ধাক্কা দেয় বালুবাহী একটি ট্রাক। সালমান তার আপন চাচা তোফাজ্জলের সঙ্গে রাস্তা পার হচ্ছিলো। পারাপারের সময় মারুতির ধাক্কায় মহাসড়কে ছিটকে পড়লে বালুবাহী ট্রাকচাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হয় চাচা তোফাজ্জল হোসেন। তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই)শাকিল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মারুতি ও ট্রাক আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কুমিল্লায় ট্রাকচাপায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু

আপডেট সময় ০১:৩৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা উপজেলায় ট্রাকচাপায় মো. সালমান (৮) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। সোমবার দুপুর ২টায় দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন মাধাইয়া বাস স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সালমান উপজেলার গল্লাই ইউনিয়নের বসন্তপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। সে বসন্তপুর খাদিজা (রা.) আদর্শ মাদ্রাসায় লেখাপড়া করতো।

স্থানীয়রা জানায়, যাত্রী উঠানোর জন্য মহাসড়কের উপরে দাঁড়িয়ে থাকা মারুতিকে ধাক্কা দেয় বালুবাহী একটি ট্রাক। সালমান তার আপন চাচা তোফাজ্জলের সঙ্গে রাস্তা পার হচ্ছিলো। পারাপারের সময় মারুতির ধাক্কায় মহাসড়কে ছিটকে পড়লে বালুবাহী ট্রাকচাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হয় চাচা তোফাজ্জল হোসেন। তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই)শাকিল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মারুতি ও ট্রাক আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।