ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

কুমিল্লায় পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াতের ধাওয়া-পাল্টা ধাওয়া

 

মো: নাজিম উদ্দিন:

০৬ জানুয়ারী (মুরাদনগর বার্তা ডটকম):

কুমিল্লার আলেখারচর বিশ্বরোডে পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এসময় কয়েক রাউন্ড টিয়ারশেল ও এক রাউন্ড রাবার বুলেট ছুড়েছে।

বিএনপিসহ ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টিকালের অবরোধ চলাকালে মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।  অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সকাল থেকেই যানবাহন চলাচল করছে না।

স্থানীয় সূত্র জানায়, মহাসড়কের আলেখারচর এলাকায় সকাল থেকে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা অবস্থান করছিল। সকাল সাড়ে ৯টার দিকে বিএনপির এক কর্মী ইট ছুড়ে একটি ট্রাকের কাচ ভাঙচুর করলে পুলিশ তাদের ধাওয়া করে। এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও এক রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সামসুজ্জামান জানান, নাশকতা ঠেকাতে মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।

এদিকে, ভোর ৬টা থেকেই মহাসড়কে দুই/একটি ট্রাক ছাড়া দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করছে না।

ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস

কুমিল্লায় পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াতের ধাওয়া-পাল্টা ধাওয়া

আপডেট সময় ০৮:১৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০১৫

 

মো: নাজিম উদ্দিন:

০৬ জানুয়ারী (মুরাদনগর বার্তা ডটকম):

কুমিল্লার আলেখারচর বিশ্বরোডে পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এসময় কয়েক রাউন্ড টিয়ারশেল ও এক রাউন্ড রাবার বুলেট ছুড়েছে।

বিএনপিসহ ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টিকালের অবরোধ চলাকালে মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।  অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সকাল থেকেই যানবাহন চলাচল করছে না।

স্থানীয় সূত্র জানায়, মহাসড়কের আলেখারচর এলাকায় সকাল থেকে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা অবস্থান করছিল। সকাল সাড়ে ৯টার দিকে বিএনপির এক কর্মী ইট ছুড়ে একটি ট্রাকের কাচ ভাঙচুর করলে পুলিশ তাদের ধাওয়া করে। এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও এক রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সামসুজ্জামান জানান, নাশকতা ঠেকাতে মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।

এদিকে, ভোর ৬টা থেকেই মহাসড়কে দুই/একটি ট্রাক ছাড়া দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করছে না।

ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।