ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

খালেদাকে কাদের প্রমাণ করতে না পারলে মামলা

মো: নাজিম উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ

২৭ এপ্রিল ২০১৫ ইং (মুরাদনগর বার্তা ডটকম)ঃ

পদ্মা সেতু নিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার অভিযোগ সম্পর্কে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, তথ্য দিয়ে খালেদা জিয়াকে অভিযোগ প্রমাণ করতে হবে। প্রমাণ করতে না পারলে তার বিরুদ্ধে মামলা দায়ের করবো।

একটি মহল চায় না পদ্মা সেতু হোক। তাই তারা কল্পিত অভিযোগ করে পদ্মা সেতুর কাজ বন্ধের চক্রান্ত করছে। পদ্মা সেতুর কাজ বন্ধ হবে না। সরকার তার নিজস্ব অর্থায়নেই এ সেতুর কাজ করবে।

সোমবার সকাল ৯টায় কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে রেলওয়ে ওভারপাসের নির্মাণ কাজ পরির্দশনে এসে মন্ত্রী এসব কথা বলেন।

তিন সিটি কর্পোরেশন নির্বাচন সম্পর্কে তিনি বলেন, রোববার খালেদা জিয়ার বক্তব্য শুনে মনে হয়েছে, তিনি সিটি নির্বাচনে আগেই পরাজয় মেনে নিয়েছেন।
বিএনপি গত নয়টি সিটি নির্বাচনেও একই রকম অভিযোগ করেছে। অথচ তারা ওই নয়টির সাতটিতেই বিজয়ী হয়েছে। সুষ্ঠু নির্বাচনের বিষয়ে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। নির্বাচন সুষ্ঠু না হওয়ার কোনো অবকাশ নেই বলেও মন্তব্য করেন তিনি।

এসময় চার লেন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী হাসান ইবনে আলম, কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশল শিবিব আহমেদসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস

খালেদাকে কাদের প্রমাণ করতে না পারলে মামলা

আপডেট সময় ১০:৩০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০১৫

মো: নাজিম উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ

২৭ এপ্রিল ২০১৫ ইং (মুরাদনগর বার্তা ডটকম)ঃ

পদ্মা সেতু নিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার অভিযোগ সম্পর্কে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, তথ্য দিয়ে খালেদা জিয়াকে অভিযোগ প্রমাণ করতে হবে। প্রমাণ করতে না পারলে তার বিরুদ্ধে মামলা দায়ের করবো।

একটি মহল চায় না পদ্মা সেতু হোক। তাই তারা কল্পিত অভিযোগ করে পদ্মা সেতুর কাজ বন্ধের চক্রান্ত করছে। পদ্মা সেতুর কাজ বন্ধ হবে না। সরকার তার নিজস্ব অর্থায়নেই এ সেতুর কাজ করবে।

সোমবার সকাল ৯টায় কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে রেলওয়ে ওভারপাসের নির্মাণ কাজ পরির্দশনে এসে মন্ত্রী এসব কথা বলেন।

তিন সিটি কর্পোরেশন নির্বাচন সম্পর্কে তিনি বলেন, রোববার খালেদা জিয়ার বক্তব্য শুনে মনে হয়েছে, তিনি সিটি নির্বাচনে আগেই পরাজয় মেনে নিয়েছেন।
বিএনপি গত নয়টি সিটি নির্বাচনেও একই রকম অভিযোগ করেছে। অথচ তারা ওই নয়টির সাতটিতেই বিজয়ী হয়েছে। সুষ্ঠু নির্বাচনের বিষয়ে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। নির্বাচন সুষ্ঠু না হওয়ার কোনো অবকাশ নেই বলেও মন্তব্য করেন তিনি।

এসময় চার লেন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী হাসান ইবনে আলম, কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশল শিবিব আহমেদসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।