ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

চৌদ্দগ্রামে অবৈধভাবে খালের বাঁধ-মাটি কাটায় হুমকির মুখে কৃষকের জমি

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে বোয়ালজুরী খালের বাঁধের মাটি কেটে ট্রাক ও ড্রাম ট্রাকে অন্যত্র বিক্রি করছে একটি প্রভাবশালী সিন্ডিকেট। ইতিমধ্যে দিনে-রাতে মাটি লুটে নিয়ে বাঁধ ক্ষত-বিক্ষত করে গাছগাছালি উজার করে ফেলা হয়েছে। এতে খালের পানির স্বাভাবিক প্রবাহ বিঘ্নিত হওয়াসহ আগামী বর্ষায় শত শত বাড়িঘর ও কৃষকের ফসলের জমি হুমকির মুখে পড়বে।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পক্ষ থেকে থানায় অভিযোগ করা হলেও মাটি কাটা থামছে না। এদিকে খালের বাঁধ কেটে ও খালের পুনঃখনন প্রকল্পের বাঁধের মাটি রাতের আঁধারে চুরি করে নিয়ে যাওয়ার প্রতিবাদে সোমবার (১৭ জানুয়ারি) সংশ্লিষ্ট এলাকার কৃষকেরা বাধা দিলেও সিন্ডিকেটের লোকজনের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা কুমিল্লা নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন।

সরেজমিন ঘুরে জানা গেছে, ভারত সীমান্ত থেকে নেমে আসা বোয়ালজুরী খাল কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ওপর দিয়ে চলে গেছে। এ উপজেলার খালের ‘নালবাগ-সাতবাড়িয়া-দাতামা-জুগীরকান্দি-রানীরবাজার’ পর্যন্ত ৭ দশমিক ৬৫০ কিলোমিটার অংশের পুনঃখননে ২ কোটি ৮ লাখ টাকার প্রকল্পের কাজ গত বছরের শেষের দিকে শুরু হলেও এখনো শেষ হয়নি। এদিকে একাধিক প্রভাবশালী সিন্ডিকেট ওই উপজেলার কাশিনগর ইউনিয়নের বেশ কয়েকটি স্থানে খালের দুই পাড়ের বাঁধের মাটি কয়েকটি ভেকু (এক্সকাভেটর) লাগিয়ে কেটে ট্রাক ড্রাম ট্রাকে অন্যত্র নিয়ে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এতে খালের পাড় ক্ষত-বিক্ষত হওয়াসহ গাছগাছালি ধ্বংস হচ্ছে। এছাড়া খালের নালবাগ অংশে পুনঃখনন করা মাটি দিনে-রাতে ড্রাম ট্রাক লাগিয়ে অন্যত্র নিয়ে বিক্রি করছে ওই সিন্ডিকেট।

খালের বাঁধের মাটি কেটে নেওয়ার প্রতিবাদে সোমবার দুপুরে স্থানীয় কৃষকরা প্রতিবাদ জানাতে গেলে ওই সিন্ডিকেটের লোকজন দা, ছেনি, লাঠি নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় আহত হন অন্তত ১০ জন। এদের মধ্যে তিন জনকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে। আহতরা কুমিল্লা নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন আছেন| তারা হলেন- জয়মঙ্গলপুর গ্রামের মনির হোসেন, হাসান মিয়া, আবদুল ওয়াদুদ ও মীর হোসেন।

আহত আবদুল ওয়াদুদ ও মীর হোসেন জানান, ‘১৫ দিন ধরে জুগীরকান্দি গ্রামের বর্তমান ও সাবেক দুই প্রভাবশালী মেম্বারের নেতৃত্বে একটি সিন্ডিকেট প্রকাশ্যে চারটি ভেকু লাগিয়ে খালের বিস্তীর্ণ অংশের বাঁধের মাটি কেটে নিয়ে যাচ্ছে। বাঁধ রক্ষায় স্থানীয় প্রশাসনের ভূমিকা রহস্যজনক। তাই ফসলি জমি রক্ষার স্বার্থে আমরা এর প্রতিবাদ করায় সিন্ডিকেটের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে অভিযোগ করেছি। খালের বাঁধ রক্ষার জন্য স্থানীয় এমপি মুজিবুল হক মুজিব, জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবি জানাচ্ছি।’

মঙ্গলবার (১৮ জানুয়ারি) খালের বাঁধের মাটি কেটে নেওয়ার তথ্যসংগ্রহ ও ছবি তুলতে গেলে ওই সিন্ডিকেটের লোকজনের হুমকির মুখে পড়েন কয়েক জন সংবাদকর্মী। প্রকল্পের এসও বাপাউবো-কুমিল্লার লাকসাম পওর শাখার উপ-সহকারী প্রকৌশলী ও শাখা কর্মকর্তা মো. আল মামুন অর রশিদ ভুঁইয়া জানান, ‘কিছু অসাধু ব্যক্তি এক্সকাভেটর মেশিন লাগিয়ে বোয়ালজুরী খালের বাঁধ কেটে গাছগাছালি উজার করে মাটি নিয়ে যাচ্ছে। এছাড়া খালের পুনঃখননকৃত অংশের বাঁধের অতিরিক্ত মাটির কোনো নিলাম হয়নি। বাঁধের কিছু স্থানের মাটিও রাতের আঁধারে ট্রাক ও ড্রাম ট্রাকে চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে। মাটি চোরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গত ১৬ জানুয়ারি চৌদ্দগ্রাম থানায় অভিযোগ করেছি। তবু চুরি থামানো যাচ্ছে না।’

চৌদ্দগ্রাম থানার ওসি শুভরঞ্জন চাকমা বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডের দেওয়া অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম মঞ্জুরুল হক বলেন, ‘খালের বাঁধের মাটি কাটার সঙ্গে জড়িতরা যতই প্রভাবশালী হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে।’

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহাদাত হোসেন জানান, ‘অবৈধভাবে খালের বাঁধের মাটি ও গাছগাছালি বিনষ্টকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসন জিরো টলারেন্স দেখিয়ে কাজ করে যাচ্ছে। হামলার ঘটনায় খোঁজখবর নিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগর ভয়াবহ আগুন কয়ক কাটি টাকার ক্ষতি 

চৌদ্দগ্রামে অবৈধভাবে খালের বাঁধ-মাটি কাটায় হুমকির মুখে কৃষকের জমি

আপডেট সময় ১২:৪১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে বোয়ালজুরী খালের বাঁধের মাটি কেটে ট্রাক ও ড্রাম ট্রাকে অন্যত্র বিক্রি করছে একটি প্রভাবশালী সিন্ডিকেট। ইতিমধ্যে দিনে-রাতে মাটি লুটে নিয়ে বাঁধ ক্ষত-বিক্ষত করে গাছগাছালি উজার করে ফেলা হয়েছে। এতে খালের পানির স্বাভাবিক প্রবাহ বিঘ্নিত হওয়াসহ আগামী বর্ষায় শত শত বাড়িঘর ও কৃষকের ফসলের জমি হুমকির মুখে পড়বে।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পক্ষ থেকে থানায় অভিযোগ করা হলেও মাটি কাটা থামছে না। এদিকে খালের বাঁধ কেটে ও খালের পুনঃখনন প্রকল্পের বাঁধের মাটি রাতের আঁধারে চুরি করে নিয়ে যাওয়ার প্রতিবাদে সোমবার (১৭ জানুয়ারি) সংশ্লিষ্ট এলাকার কৃষকেরা বাধা দিলেও সিন্ডিকেটের লোকজনের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা কুমিল্লা নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন।

সরেজমিন ঘুরে জানা গেছে, ভারত সীমান্ত থেকে নেমে আসা বোয়ালজুরী খাল কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ওপর দিয়ে চলে গেছে। এ উপজেলার খালের ‘নালবাগ-সাতবাড়িয়া-দাতামা-জুগীরকান্দি-রানীরবাজার’ পর্যন্ত ৭ দশমিক ৬৫০ কিলোমিটার অংশের পুনঃখননে ২ কোটি ৮ লাখ টাকার প্রকল্পের কাজ গত বছরের শেষের দিকে শুরু হলেও এখনো শেষ হয়নি। এদিকে একাধিক প্রভাবশালী সিন্ডিকেট ওই উপজেলার কাশিনগর ইউনিয়নের বেশ কয়েকটি স্থানে খালের দুই পাড়ের বাঁধের মাটি কয়েকটি ভেকু (এক্সকাভেটর) লাগিয়ে কেটে ট্রাক ড্রাম ট্রাকে অন্যত্র নিয়ে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এতে খালের পাড় ক্ষত-বিক্ষত হওয়াসহ গাছগাছালি ধ্বংস হচ্ছে। এছাড়া খালের নালবাগ অংশে পুনঃখনন করা মাটি দিনে-রাতে ড্রাম ট্রাক লাগিয়ে অন্যত্র নিয়ে বিক্রি করছে ওই সিন্ডিকেট।

খালের বাঁধের মাটি কেটে নেওয়ার প্রতিবাদে সোমবার দুপুরে স্থানীয় কৃষকরা প্রতিবাদ জানাতে গেলে ওই সিন্ডিকেটের লোকজন দা, ছেনি, লাঠি নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় আহত হন অন্তত ১০ জন। এদের মধ্যে তিন জনকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে। আহতরা কুমিল্লা নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন আছেন| তারা হলেন- জয়মঙ্গলপুর গ্রামের মনির হোসেন, হাসান মিয়া, আবদুল ওয়াদুদ ও মীর হোসেন।

আহত আবদুল ওয়াদুদ ও মীর হোসেন জানান, ‘১৫ দিন ধরে জুগীরকান্দি গ্রামের বর্তমান ও সাবেক দুই প্রভাবশালী মেম্বারের নেতৃত্বে একটি সিন্ডিকেট প্রকাশ্যে চারটি ভেকু লাগিয়ে খালের বিস্তীর্ণ অংশের বাঁধের মাটি কেটে নিয়ে যাচ্ছে। বাঁধ রক্ষায় স্থানীয় প্রশাসনের ভূমিকা রহস্যজনক। তাই ফসলি জমি রক্ষার স্বার্থে আমরা এর প্রতিবাদ করায় সিন্ডিকেটের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে অভিযোগ করেছি। খালের বাঁধ রক্ষার জন্য স্থানীয় এমপি মুজিবুল হক মুজিব, জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবি জানাচ্ছি।’

মঙ্গলবার (১৮ জানুয়ারি) খালের বাঁধের মাটি কেটে নেওয়ার তথ্যসংগ্রহ ও ছবি তুলতে গেলে ওই সিন্ডিকেটের লোকজনের হুমকির মুখে পড়েন কয়েক জন সংবাদকর্মী। প্রকল্পের এসও বাপাউবো-কুমিল্লার লাকসাম পওর শাখার উপ-সহকারী প্রকৌশলী ও শাখা কর্মকর্তা মো. আল মামুন অর রশিদ ভুঁইয়া জানান, ‘কিছু অসাধু ব্যক্তি এক্সকাভেটর মেশিন লাগিয়ে বোয়ালজুরী খালের বাঁধ কেটে গাছগাছালি উজার করে মাটি নিয়ে যাচ্ছে। এছাড়া খালের পুনঃখননকৃত অংশের বাঁধের অতিরিক্ত মাটির কোনো নিলাম হয়নি। বাঁধের কিছু স্থানের মাটিও রাতের আঁধারে ট্রাক ও ড্রাম ট্রাকে চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে। মাটি চোরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গত ১৬ জানুয়ারি চৌদ্দগ্রাম থানায় অভিযোগ করেছি। তবু চুরি থামানো যাচ্ছে না।’

চৌদ্দগ্রাম থানার ওসি শুভরঞ্জন চাকমা বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডের দেওয়া অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম মঞ্জুরুল হক বলেন, ‘খালের বাঁধের মাটি কাটার সঙ্গে জড়িতরা যতই প্রভাবশালী হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে।’

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহাদাত হোসেন জানান, ‘অবৈধভাবে খালের বাঁধের মাটি ও গাছগাছালি বিনষ্টকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসন জিরো টলারেন্স দেখিয়ে কাজ করে যাচ্ছে। হামলার ঘটনায় খোঁজখবর নিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’