ঢাকা ১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দাউদকান্দিতে ৬৬৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

দাউদকান্দি প্রতিনিধিঃ

৬ষ্ঠ ধাপে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ১৫টি ইউনিয়নে ইউপি নির্বাচনে ১০১ জন চেয়ারম্যান প্রার্থীসহ ৬৬৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

বুধবার উপজেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা যায়।

জানা গেছে, গৌরীপুর ইউনিয়নে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা ছয়জনের মধ্যে আবুল হাসেম সরকার (আ. লীগ), আবুল হাসেম(বিএনপি), মজিব ফকির(জাপা), জিংলাতুলিতে ৮ জনের মধ্যে মনির হোসেন সরকার(আ. লীগ), মোস্তাক আহম্মেদ(বিএনপি), মোঃ ওমর ফারুক মিয়াজী (স্বতন্ত্র), বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন মোল্লা(স্বতন্ত্র), বারপারায় ৯ জনের মধ্যে মনির তালুকদার(আ. লীগ), মোঃ আলাউদ্দিন(বিএনপি), সুন্দুলপুরে ৫ জনের মধ্যে  মাসুদ আলম(আ. লীগ), আরিফ মাহমুদ(বিএনপি),বর্তমান চেয়ারম্যান আসলাম মিয়াজী(স্বতন্ত্র), মারুকায় ৯ জনের মধ্যে খলিল তালুকদার(আ. লীগ), সামসুল হক সওদাগর(বিএনপি), দৌলতপুরে ৭ জনের মধ্যে মাকসুদ জমাদ্দার(আ. লীগ), হেলাল ইসহাক(বিএনপি), বিটেশ্বরে ৩ জনের মধ্যে জেবুন্নেছা(আ. লীগ), নুরুল আমিন মীর(বিএনপি), ইলিয়টগঞ্জ উত্তর ৪ জনের মধ্যে জসিম প্রধান(আ. লীগ), হুমায়ুন কবির(বিএনপি), ইলিয়টগঞ্জ দক্ষিণে ৭ জনের মধ্যে  মামুনুর রশিদ(আ. লীগ), আনোয়ার হোসেন(বিএনপি), গোয়ালমারীতে ৮ জনের মধ্যে জসিম হাসান(আ. লীগ), আহম্মদ হোসেন তালুকদার(বিএনপি), পদুয়ায় ৬ জনের মধ্যে  বাবুল(আ. লীগ), কামাল হোসেন(বিএনপি), দাউদকান্দি উত্তরে ১০ জনের মধ্যে  ইঞ্জিনিয়ার সালাম(আ. লীগ),দেওয়ান আব্দুস সাত্তার(বিএনপি), মালিগাওয়ে ৮ জনের মধ্যে  নুরুল ইসলাম(আ. লীগ), মোহাম্মদপুরে ৮ জনের মধ্যে দুলাল(আ. লীগ), মজিবুর রহমান(বিএনপি) ও পাচগাছিয়ায় ৩ জনের মধ্যে জামাল চৌধুরী(আ. লীগ), শাহ্জাহান সরদার(বিএনপি) নির্বাচন করার জন্য মনোনয়ন পেয়েছেন।

সর্বশেষ তফসিল অনুযায়ী আজ বুধবার এবং আগামীকাল  বাছাই পর্ব।  ১৩-১৫ মে আপীল, ১৯ মে প্রার্থীতা প্রত্যাহার এবং ২০মে প্রতীক বরাদ্ধ দেওয়া হবে। আগামী ৪ জুন উপজেলার ১৫টি ইউনিয়নের দুই লাখ একুশ হাজার ৪৫ জন ভোটার ১৩৮টি কেন্দ্রের ৬৩৪টি বুথে ভোট প্রদান করবেন।

ট্যাগস

দাউদকান্দিতে ৬৬৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আপডেট সময় ০৪:৫৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০১৬

দাউদকান্দি প্রতিনিধিঃ

৬ষ্ঠ ধাপে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ১৫টি ইউনিয়নে ইউপি নির্বাচনে ১০১ জন চেয়ারম্যান প্রার্থীসহ ৬৬৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

বুধবার উপজেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা যায়।

জানা গেছে, গৌরীপুর ইউনিয়নে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা ছয়জনের মধ্যে আবুল হাসেম সরকার (আ. লীগ), আবুল হাসেম(বিএনপি), মজিব ফকির(জাপা), জিংলাতুলিতে ৮ জনের মধ্যে মনির হোসেন সরকার(আ. লীগ), মোস্তাক আহম্মেদ(বিএনপি), মোঃ ওমর ফারুক মিয়াজী (স্বতন্ত্র), বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন মোল্লা(স্বতন্ত্র), বারপারায় ৯ জনের মধ্যে মনির তালুকদার(আ. লীগ), মোঃ আলাউদ্দিন(বিএনপি), সুন্দুলপুরে ৫ জনের মধ্যে  মাসুদ আলম(আ. লীগ), আরিফ মাহমুদ(বিএনপি),বর্তমান চেয়ারম্যান আসলাম মিয়াজী(স্বতন্ত্র), মারুকায় ৯ জনের মধ্যে খলিল তালুকদার(আ. লীগ), সামসুল হক সওদাগর(বিএনপি), দৌলতপুরে ৭ জনের মধ্যে মাকসুদ জমাদ্দার(আ. লীগ), হেলাল ইসহাক(বিএনপি), বিটেশ্বরে ৩ জনের মধ্যে জেবুন্নেছা(আ. লীগ), নুরুল আমিন মীর(বিএনপি), ইলিয়টগঞ্জ উত্তর ৪ জনের মধ্যে জসিম প্রধান(আ. লীগ), হুমায়ুন কবির(বিএনপি), ইলিয়টগঞ্জ দক্ষিণে ৭ জনের মধ্যে  মামুনুর রশিদ(আ. লীগ), আনোয়ার হোসেন(বিএনপি), গোয়ালমারীতে ৮ জনের মধ্যে জসিম হাসান(আ. লীগ), আহম্মদ হোসেন তালুকদার(বিএনপি), পদুয়ায় ৬ জনের মধ্যে  বাবুল(আ. লীগ), কামাল হোসেন(বিএনপি), দাউদকান্দি উত্তরে ১০ জনের মধ্যে  ইঞ্জিনিয়ার সালাম(আ. লীগ),দেওয়ান আব্দুস সাত্তার(বিএনপি), মালিগাওয়ে ৮ জনের মধ্যে  নুরুল ইসলাম(আ. লীগ), মোহাম্মদপুরে ৮ জনের মধ্যে দুলাল(আ. লীগ), মজিবুর রহমান(বিএনপি) ও পাচগাছিয়ায় ৩ জনের মধ্যে জামাল চৌধুরী(আ. লীগ), শাহ্জাহান সরদার(বিএনপি) নির্বাচন করার জন্য মনোনয়ন পেয়েছেন।

সর্বশেষ তফসিল অনুযায়ী আজ বুধবার এবং আগামীকাল  বাছাই পর্ব।  ১৩-১৫ মে আপীল, ১৯ মে প্রার্থীতা প্রত্যাহার এবং ২০মে প্রতীক বরাদ্ধ দেওয়া হবে। আগামী ৪ জুন উপজেলার ১৫টি ইউনিয়নের দুই লাখ একুশ হাজার ৪৫ জন ভোটার ১৩৮টি কেন্দ্রের ৬৩৪টি বুথে ভোট প্রদান করবেন।