ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মুরাদনগরে পিএসসিতে ভাল ফলাফলে এগিয়ে মেয়েরা

আজিজুর রহমান রনি, বিশেষ প্রতিনিধি:

৩১ ডিসেম্বর (মুরাদনগর বার্তা ডটকম):

মুরাদনগর উপজলোর প্রাথমকি ও ইবতদোয়ী সমাপনীত(পিএসসি) পরীক্ষার ফলাফলে এবার এগিয়ে আছে মেয়েরা। পাসের হার ও জিপিএ-৫ দু’টোতেই তুলনামূলক ভাবে মেয়েরা এগিয়ে রছে।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবার প্রাথমকি ও ইবতদোয়ী সমাপনীত(পিএসসি)পরীক্ষায় ২৫ হাজার ৫ শত ১৯ জন অংশ গ্রহন করে ২৫ হাজার ৩ শত ২ জন পাশ করে। তাদের পাসের হার ৯৯ দশমকি ১৫ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ৫০৯ জন। জপিএি-৫ পয়েছেে মোট ৫০৯ জন। এর মধ্যে বালক ২২২ ও বালকিা ২৮৭ জন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ,এন,এম মাহবুব আলম মুরাদনগর বার্তা ডটকমকে জানান, ‘এখন অভিভাবকেরা যেমন সচেতন হয়েছেন, তেমনি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ভালো  হওয়ায় মেয়েরা ফলাফলে এগিয়ে আছে।

ট্যাগস

মুরাদনগরে পিএসসিতে ভাল ফলাফলে এগিয়ে মেয়েরা

আপডেট সময় ০২:৪৩:৩১ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০১৪

আজিজুর রহমান রনি, বিশেষ প্রতিনিধি:

৩১ ডিসেম্বর (মুরাদনগর বার্তা ডটকম):

মুরাদনগর উপজলোর প্রাথমকি ও ইবতদোয়ী সমাপনীত(পিএসসি) পরীক্ষার ফলাফলে এবার এগিয়ে আছে মেয়েরা। পাসের হার ও জিপিএ-৫ দু’টোতেই তুলনামূলক ভাবে মেয়েরা এগিয়ে রছে।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবার প্রাথমকি ও ইবতদোয়ী সমাপনীত(পিএসসি)পরীক্ষায় ২৫ হাজার ৫ শত ১৯ জন অংশ গ্রহন করে ২৫ হাজার ৩ শত ২ জন পাশ করে। তাদের পাসের হার ৯৯ দশমকি ১৫ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ৫০৯ জন। জপিএি-৫ পয়েছেে মোট ৫০৯ জন। এর মধ্যে বালক ২২২ ও বালকিা ২৮৭ জন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ,এন,এম মাহবুব আলম মুরাদনগর বার্তা ডটকমকে জানান, ‘এখন অভিভাবকেরা যেমন সচেতন হয়েছেন, তেমনি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ভালো  হওয়ায় মেয়েরা ফলাফলে এগিয়ে আছে।