ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মুরাদনগরে প্রস্তাবিত নতুন থানার নাম “হাসেম নগর” করার নতুন প্রস্তাব

মো: বেলাল উদ্দিন আহম্মদ, বিশেষ প্রতিনিধিঃ

রোজ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০১৫ ইং(মুরাদনগর বার্তা ডটকম):

কুমিল্লার মুরাদনগর কবি নজরুল মিলনায়তনে উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল কাইয়ুম খসরুর সভাপতিত্বে নির্বাহী কর্মকর্তা মনসুর উদ্দিনের সঞ্চালনায় গণশুনানী কালে উপস্থিত ছিলেন ওসি মো: মিজানুর রহমান সহ এলাকার জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যাক্তিবর্গসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।

চলতি বছরের ১৪ সেপ্টেম্বর নিকার বৈঠকে মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়ন  বাঙ্গরা বাজার নামে এক থানার অনুমোদন দেয়া হয়। পরবর্তীতে বিভিন্ন মহল বাঙ্গরা বাজার থানার নামকরণ পরিবর্তনের দাবি জানিয়ে স্মারকিলিপি প্রদান করে।

ইতিপূর্বে নামকরন নিয়ে বৈঠক হলে ও বৃহস্পতিবার এ বৈঠকে বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর সাবেক গণপরিষদের সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ২০১১ সালের একুশের জাতীয় পদক প্রাপ্ত আলহাজ্ব আবুল হাসেম’র নামানুসারে প্রস্তাবিত নতুন থানার নাম ‘‘হাসেম নগর’’  নাম করনের এক নতুন প্রস্তাব করেন শিক্ষক ও সাংবাদিক বেলাল উদ্দিন আহাম্মদ।

মুরাদনগর উপজেলায় তিনি কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রী কলেজ, কোম্পানীগঞ্জ বদিউল আলম হাই স্কুল, মুরাদনগর নূরুন্নাহার গার্লস হাই স্কুল, চাপিতলা অজিফা খাতুন হাই স্কুল ও বাখরনগর হাসেমিয়া সিনিয়র মাদ্রাসা প্রতিষ্ঠা সহ বিভিন্ন জেলায় ৬৪টি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।

সর্বজন শ্রদ্বেয় এ ব্যাক্তির কর্মকান্ডের স্বীকৃতি স্বরুপ তাহার নামে  নতুন থানার নাম “হাসেম নগর” করা হউক এ দাবী সুশীল সমাজ সহ বিভিন্ন পেশাজীবির।

ট্যাগস

মুরাদনগর ভয়াবহ আগুন কয়ক কাটি টাকার ক্ষতি 

মুরাদনগরে প্রস্তাবিত নতুন থানার নাম “হাসেম নগর” করার নতুন প্রস্তাব

আপডেট সময় ০৪:৩৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০১৫

মো: বেলাল উদ্দিন আহম্মদ, বিশেষ প্রতিনিধিঃ

রোজ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০১৫ ইং(মুরাদনগর বার্তা ডটকম):

কুমিল্লার মুরাদনগর কবি নজরুল মিলনায়তনে উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল কাইয়ুম খসরুর সভাপতিত্বে নির্বাহী কর্মকর্তা মনসুর উদ্দিনের সঞ্চালনায় গণশুনানী কালে উপস্থিত ছিলেন ওসি মো: মিজানুর রহমান সহ এলাকার জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যাক্তিবর্গসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।

চলতি বছরের ১৪ সেপ্টেম্বর নিকার বৈঠকে মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়ন  বাঙ্গরা বাজার নামে এক থানার অনুমোদন দেয়া হয়। পরবর্তীতে বিভিন্ন মহল বাঙ্গরা বাজার থানার নামকরণ পরিবর্তনের দাবি জানিয়ে স্মারকিলিপি প্রদান করে।

ইতিপূর্বে নামকরন নিয়ে বৈঠক হলে ও বৃহস্পতিবার এ বৈঠকে বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর সাবেক গণপরিষদের সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ২০১১ সালের একুশের জাতীয় পদক প্রাপ্ত আলহাজ্ব আবুল হাসেম’র নামানুসারে প্রস্তাবিত নতুন থানার নাম ‘‘হাসেম নগর’’  নাম করনের এক নতুন প্রস্তাব করেন শিক্ষক ও সাংবাদিক বেলাল উদ্দিন আহাম্মদ।

মুরাদনগর উপজেলায় তিনি কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রী কলেজ, কোম্পানীগঞ্জ বদিউল আলম হাই স্কুল, মুরাদনগর নূরুন্নাহার গার্লস হাই স্কুল, চাপিতলা অজিফা খাতুন হাই স্কুল ও বাখরনগর হাসেমিয়া সিনিয়র মাদ্রাসা প্রতিষ্ঠা সহ বিভিন্ন জেলায় ৬৪টি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।

সর্বজন শ্রদ্বেয় এ ব্যাক্তির কর্মকান্ডের স্বীকৃতি স্বরুপ তাহার নামে  নতুন থানার নাম “হাসেম নগর” করা হউক এ দাবী সুশীল সমাজ সহ বিভিন্ন পেশাজীবির।