ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মুরাদনগরে ফ্রান্সের সমর্থনে স্ট্যাটাসের ঘটনা ভাংচুড় ও অগ্নিসংযোগে আসামি আড়াই শতাধিক, ১৪৪ ধারা জারি

রায়হান চৌধুরীঃ

মহানবী হযরত মুহম্মদ (সা:)কে নিয়ে কটুক্তিকারী ফ্রান্সের প্রেসিডেন্টকে সমর্থন ও তার উদ্যোগকে স্বাগত জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় কুমিল্লার বাঙ্গরা বাজার থানায় ২টি মামলায় ২ জনকে গ্রেফতারসহ তাৎক্ষণিকভাবে পুলিশী ব্যবস্থা নেয়ার পরও স্থানীয় ইউপি চেয়ারম্যান বন কুমার শীবের বাড়িসহ দুইটি বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনাটি রাজনৈতিক ফায়দা লুটার উদ্দেশ্যে পরিকল্পিত বলে দাবি পুলিশ প্রশাসনের।

এছাড়া এ ঘটনায় থানায় সোমবার (২ নভেম্বর) পৃথক ৩টি মামলায় আড়াই শতাধিক লোককে আসামি করা হয়েছে। বাঙ্গরা বাজার থানার পূর্বধইর পূর্ব ইউনিয়নের পাশেই আন্দিকোট ইউনিয়নে আইনশৃঙ্খলার অবনতির আশংকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

সোমবার পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো: আনোয়ার হোসেন কোরবানপুর গ্রামে ঘটনাস্থল পরিদর্শন করেন। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থল ও আশেপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে বিজিবি, র‌্যাব, পিবিআই, সিআইডি, ডিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

মামলার অভিযোগ, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহানবী হযরত মুহাম্মদকে (সা:) নিয়ে ফরাসি ব্যঙ্গ ম্যাগাজিন শার্লি হেবদোতে বিতর্কিত কার্টুন প্রকাশের ঘটনায় ফ্রান্সের প্রেসিডেন্টকে সমর্থন করে এবং তার উদ্যোগকে স্বাগত জানিয়ে ফেসবুকে এক স্ট্যাটাস দেয় কোরবানপুর গ্রামের শংকর দেবনাথ এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উস্কানিমূলক ছবি সম্বলিত স্ট্যাটাস দেয় একই থানার আন্দিকোট গ্রামের অণিক ভৌমিক। এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে কোরবানপুর গ্রামের ধন মিয়া বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় শংকর দেবনাথের বিরুদ্ধে একটি এবং হায়দরাবাদ গ্রামের মো: সোহেল মিয়া বাদী হয়ে অণিক ভৌমিকের বিরুদ্ধে একটিসহ পৃথক ২টি মামলা করেন। মামলায় পুলিশ তাদেরকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে।

এদিকে রবিবার (১ নভেম্বর) বিকালে স্থানীয় কোরবানপুর হাইস্কুল মাঠে উত্তেজিত লোকজন জড়ো হয়। তারা স্থানীয় পূর্বধইর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বন কুমার শীবের বাড়ি ও আসামি শংকরের বাড়িতে আগুন দিয়ে তাদের ৬টি ঘর পুড়িয়ে দেয়। এ ঘটনায় সোমবার চেয়ারম্যান বন কুমার শীব, সঞ্জিত ও লিটন বাদী হয়ে ২৬৩ জনের বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় পৃথক ৩টি মামলা রুজু করে। এর মধ্যে একটি মামলায় ৯১ জন, অপর ২টি মামলায় ৮৭ জন ও ৮৫ জনকে আসামি করা হয়।

বাঙ্গরা বাজার থানার ওসি মো: কামরুজ্জামান জানান, ঘটনার পর রবিবার রাতে কোরবানপুর গ্রামের সানু মিয়া, এনু মিয়া, হেলাল উদ্দিন, এরশাদ মিয়া, বাবু মিয়াকে গ্রেফতার করে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে থানার আন্দিকোট ইউনিয়নে আইনশৃঙ্খলার অবনতির আশংকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। সোমবার সকালে স্থানীয় এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো: আনোয়ার হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা কোরবানপুর গ্রামে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ডিআইজি মো: আনোয়ার হোসেন বলেন, যারা স্ট্যাটাস দিয়েছে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। তারপরেও ওই চেয়ারম্যানের বাড়িতে কেন আগুন দেয়া হয়েছে তা তদন্ত করে বের করা হবে।

কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, স্ট্যাটাস প্রদানকারীদের বিরুদ্ধে পুলিশ সকল আইনগত নেয়ার পরও পরিকল্পিতভাবে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে। এখানে আলেম সমাজের কোন লোকজন এ ঘটনার সাথে জড়িত না। শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করে রাজনৈতিক ফায়দা লুটার উদ্দেশ্যে যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ৩টি মামলা হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে ফ্রান্সের সমর্থনে স্ট্যাটাসের ঘটনা ভাংচুড় ও অগ্নিসংযোগে আসামি আড়াই শতাধিক, ১৪৪ ধারা জারি

আপডেট সময় ০৪:৫২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০

রায়হান চৌধুরীঃ

মহানবী হযরত মুহম্মদ (সা:)কে নিয়ে কটুক্তিকারী ফ্রান্সের প্রেসিডেন্টকে সমর্থন ও তার উদ্যোগকে স্বাগত জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় কুমিল্লার বাঙ্গরা বাজার থানায় ২টি মামলায় ২ জনকে গ্রেফতারসহ তাৎক্ষণিকভাবে পুলিশী ব্যবস্থা নেয়ার পরও স্থানীয় ইউপি চেয়ারম্যান বন কুমার শীবের বাড়িসহ দুইটি বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনাটি রাজনৈতিক ফায়দা লুটার উদ্দেশ্যে পরিকল্পিত বলে দাবি পুলিশ প্রশাসনের।

এছাড়া এ ঘটনায় থানায় সোমবার (২ নভেম্বর) পৃথক ৩টি মামলায় আড়াই শতাধিক লোককে আসামি করা হয়েছে। বাঙ্গরা বাজার থানার পূর্বধইর পূর্ব ইউনিয়নের পাশেই আন্দিকোট ইউনিয়নে আইনশৃঙ্খলার অবনতির আশংকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

সোমবার পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো: আনোয়ার হোসেন কোরবানপুর গ্রামে ঘটনাস্থল পরিদর্শন করেন। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থল ও আশেপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে বিজিবি, র‌্যাব, পিবিআই, সিআইডি, ডিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

মামলার অভিযোগ, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহানবী হযরত মুহাম্মদকে (সা:) নিয়ে ফরাসি ব্যঙ্গ ম্যাগাজিন শার্লি হেবদোতে বিতর্কিত কার্টুন প্রকাশের ঘটনায় ফ্রান্সের প্রেসিডেন্টকে সমর্থন করে এবং তার উদ্যোগকে স্বাগত জানিয়ে ফেসবুকে এক স্ট্যাটাস দেয় কোরবানপুর গ্রামের শংকর দেবনাথ এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উস্কানিমূলক ছবি সম্বলিত স্ট্যাটাস দেয় একই থানার আন্দিকোট গ্রামের অণিক ভৌমিক। এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে কোরবানপুর গ্রামের ধন মিয়া বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় শংকর দেবনাথের বিরুদ্ধে একটি এবং হায়দরাবাদ গ্রামের মো: সোহেল মিয়া বাদী হয়ে অণিক ভৌমিকের বিরুদ্ধে একটিসহ পৃথক ২টি মামলা করেন। মামলায় পুলিশ তাদেরকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে।

এদিকে রবিবার (১ নভেম্বর) বিকালে স্থানীয় কোরবানপুর হাইস্কুল মাঠে উত্তেজিত লোকজন জড়ো হয়। তারা স্থানীয় পূর্বধইর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বন কুমার শীবের বাড়ি ও আসামি শংকরের বাড়িতে আগুন দিয়ে তাদের ৬টি ঘর পুড়িয়ে দেয়। এ ঘটনায় সোমবার চেয়ারম্যান বন কুমার শীব, সঞ্জিত ও লিটন বাদী হয়ে ২৬৩ জনের বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় পৃথক ৩টি মামলা রুজু করে। এর মধ্যে একটি মামলায় ৯১ জন, অপর ২টি মামলায় ৮৭ জন ও ৮৫ জনকে আসামি করা হয়।

বাঙ্গরা বাজার থানার ওসি মো: কামরুজ্জামান জানান, ঘটনার পর রবিবার রাতে কোরবানপুর গ্রামের সানু মিয়া, এনু মিয়া, হেলাল উদ্দিন, এরশাদ মিয়া, বাবু মিয়াকে গ্রেফতার করে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে থানার আন্দিকোট ইউনিয়নে আইনশৃঙ্খলার অবনতির আশংকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। সোমবার সকালে স্থানীয় এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো: আনোয়ার হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা কোরবানপুর গ্রামে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ডিআইজি মো: আনোয়ার হোসেন বলেন, যারা স্ট্যাটাস দিয়েছে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। তারপরেও ওই চেয়ারম্যানের বাড়িতে কেন আগুন দেয়া হয়েছে তা তদন্ত করে বের করা হবে।

কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, স্ট্যাটাস প্রদানকারীদের বিরুদ্ধে পুলিশ সকল আইনগত নেয়ার পরও পরিকল্পিতভাবে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে। এখানে আলেম সমাজের কোন লোকজন এ ঘটনার সাথে জড়িত না। শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করে রাজনৈতিক ফায়দা লুটার উদ্দেশ্যে যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ৩টি মামলা হয়েছে।