ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

লাল রঙের পোশাকে কেন আকর্ষণীয় দেখায় মেয়েদের

লাইফস্টাইল ডেস্কঃ

শুধু শরীর ঢাকার জন্য নয়, পোশাক পরা হয় নিজেকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য। সবাই পোশাকের বিভিন্ন রং পছন্দ করে থাকেন। তবে লাল এমন একটি রং যা জীবন ও মৃত্যুর সঙ্গে জড়িয়ে রয়েছে। আর লাল রঙের পোশাকের প্রতি নারীদের বিশেষ একটি ভালোলাগাও জড়ি্য়ে থাকে সবসময়।

ভ্যালেন্টাইন, বৈশাখ, যেকোনো উৎসব, বিয়েই শুধু নয় ভালোবাসার প্রতীকও লাল রং। লাল রঙের মতো এত রকম অনুভূতি জাগানোর ক্ষমতা আর কোনো রঙে নেই। জীবনকে বর্ণিল করে তোলে লাল রং। অন্য যেকোনা রঙের পোশাকে মেয়েদের যতটা না আকর্ষণীয় ও সুন্দর লাগে, লাল রঙে তার চেয়ে বহু গুণ বেশি আকর্ষণীয় লাগে। তাই মেয়েদের পোশাক বাছাইয়ে পছন্দের র্শীষে থাকে লাল রং। 

নিউইয়র্কের রচেস্টার বিশ্ববিদ্যালয়, স্লোভাক অ্যাকাডেমি অব সায়েন্সের গবেষণায় দেখা গেছে লাল পোশাক পরা নারীদের প্রতি পুরুষরা তুলনামূলক বেশি আকৃষ্ট হোন। 

রাগ ও অনুরাগের রং লালের আছে প্রকারভেদও। কোনটা কমলাঘেষা, কোনটা আবার টমেটোর মতো টুকটুকে আবার কোনটা স্ট্রবেরি বা আপেলের মতো লাল। অতি গাঢ় লাল রং যেমন ভালো লাগে, তেমনই মন্দ লাগে না ফ্যাকাশে লালও। বাংলার মেয়েদের ত্বকে লালের কাছাকাছি সব রঙই মোটামুটি মানিয়ে যায়। তাই শ্যামবর্ণা হলে লাল রং থেকে দূরে সরে থাকার কোনো কারণ নেই। 

লাল আর সোনালী বা বেজ রঙের কম্বিনেশন খুব ভালো লাগে দেখতে। লাল-সাদা তো বাঙালির সনাতন ট্রেডমার্ক কম্বিনেশন, ট্রাই করে দেখতে পারেন লাল-হলুদও।

লাল পোশাক এমনিতেই নজরকাড়া, তাই মেকআপ কিন্তু একটু মিউটেড হওয়া দরকার। ম্যাট লাল লিপস্টিক লাগাতে পারেন, চোখে দিন হালকা গ্রে বা ব্রাউন পেনসিলের ছোঁয়া। রাতের কোনো অনুষ্ঠানে যেতে হলে একটু গাঢ় আই মেকআপ ট্রাই করতে পারেন। কিন্তু চোখ ও ঠোঁট, দুটাকেই আলাদা করে তুলে ধরার তেমন একটা প্রয়োজন নেই।

তবে হেয়ারস্টাইল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতেই পারেন। বিচওয়েভ কার্ল দেখতে দারুণ লাগবে। তবে খুব পাতলা চুল যাদের, তারা আগে থেকে খানিকটা ভলিউম যোগ করে নিতে কিন্তু ভুলবেন না। 

ট্যাগস
আপলোডকারীর তথ্য

লাল রঙের পোশাকে কেন আকর্ষণীয় দেখায় মেয়েদের

আপডেট সময় ০২:৩৭:২৫ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২

লাইফস্টাইল ডেস্কঃ

শুধু শরীর ঢাকার জন্য নয়, পোশাক পরা হয় নিজেকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য। সবাই পোশাকের বিভিন্ন রং পছন্দ করে থাকেন। তবে লাল এমন একটি রং যা জীবন ও মৃত্যুর সঙ্গে জড়িয়ে রয়েছে। আর লাল রঙের পোশাকের প্রতি নারীদের বিশেষ একটি ভালোলাগাও জড়ি্য়ে থাকে সবসময়।

ভ্যালেন্টাইন, বৈশাখ, যেকোনো উৎসব, বিয়েই শুধু নয় ভালোবাসার প্রতীকও লাল রং। লাল রঙের মতো এত রকম অনুভূতি জাগানোর ক্ষমতা আর কোনো রঙে নেই। জীবনকে বর্ণিল করে তোলে লাল রং। অন্য যেকোনা রঙের পোশাকে মেয়েদের যতটা না আকর্ষণীয় ও সুন্দর লাগে, লাল রঙে তার চেয়ে বহু গুণ বেশি আকর্ষণীয় লাগে। তাই মেয়েদের পোশাক বাছাইয়ে পছন্দের র্শীষে থাকে লাল রং। 

নিউইয়র্কের রচেস্টার বিশ্ববিদ্যালয়, স্লোভাক অ্যাকাডেমি অব সায়েন্সের গবেষণায় দেখা গেছে লাল পোশাক পরা নারীদের প্রতি পুরুষরা তুলনামূলক বেশি আকৃষ্ট হোন। 

রাগ ও অনুরাগের রং লালের আছে প্রকারভেদও। কোনটা কমলাঘেষা, কোনটা আবার টমেটোর মতো টুকটুকে আবার কোনটা স্ট্রবেরি বা আপেলের মতো লাল। অতি গাঢ় লাল রং যেমন ভালো লাগে, তেমনই মন্দ লাগে না ফ্যাকাশে লালও। বাংলার মেয়েদের ত্বকে লালের কাছাকাছি সব রঙই মোটামুটি মানিয়ে যায়। তাই শ্যামবর্ণা হলে লাল রং থেকে দূরে সরে থাকার কোনো কারণ নেই। 

লাল আর সোনালী বা বেজ রঙের কম্বিনেশন খুব ভালো লাগে দেখতে। লাল-সাদা তো বাঙালির সনাতন ট্রেডমার্ক কম্বিনেশন, ট্রাই করে দেখতে পারেন লাল-হলুদও।

লাল পোশাক এমনিতেই নজরকাড়া, তাই মেকআপ কিন্তু একটু মিউটেড হওয়া দরকার। ম্যাট লাল লিপস্টিক লাগাতে পারেন, চোখে দিন হালকা গ্রে বা ব্রাউন পেনসিলের ছোঁয়া। রাতের কোনো অনুষ্ঠানে যেতে হলে একটু গাঢ় আই মেকআপ ট্রাই করতে পারেন। কিন্তু চোখ ও ঠোঁট, দুটাকেই আলাদা করে তুলে ধরার তেমন একটা প্রয়োজন নেই।

তবে হেয়ারস্টাইল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতেই পারেন। বিচওয়েভ কার্ল দেখতে দারুণ লাগবে। তবে খুব পাতলা চুল যাদের, তারা আগে থেকে খানিকটা ভলিউম যোগ করে নিতে কিন্তু ভুলবেন না।