ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

হোমনায় সন্ত্রাসীদের ভয়ে নিরাপত্তাহীনতায় ৮০ বছরের বিধবা পরিবার

হোমনা প্রতিনিধিঃ

রোজ শুক্রবার, ২০ নভেম্বর ২০১৫ ইং(মুরাদনগর বার্তা ডটকম)ঃ

কুমিল্লার হোমনার উপজেলার আছাদপুর ইউনিয়নের পাথালিয়া কান্দি গ্রামের মৃত তারা মিয়ার স্ত্রী পারুল আক্তার (৮০)  তার পুত্র বধু মোসাম্মদঃ রেখা বেগম সহ পুরো পরিবার এলাকার সন্ত্রাসীদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভূগছেন।

রেখা বেগম সাংবাদকিদের জানান, গত ১০ এপ্রিল তার পিতার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে বাড়ির সামনে রাস্তার উপরে পৌছা মাত্র লাঠি সোটা নিয়ে আবুল কাসেমের তিন ছেলে গোলাম কিবরিয়া ও তার ভাই সহ মামলা উঠিয়ে নেয়ার জন্য রেখা বেগমের উপরে আক্রমন করেন। রেখা বেগম ভযে চিৎকার কররে আসে পাসের লোক জন এগিয়ে আসলে জীবন রক্ষা পায় ।

পারুল আক্তার বলেন আমার পুত্র বধু সহ আমার সপরিবার সদস্যরা নানা হীন ভাবে হুমকি ধামকি ও ভয় ভিত্তি দেখায় ।

এলাকা বাসি জানায় তাদের তিন ভাই এর বিরোদ্ধে আনিত কোন অভিযোগ করলে তাদেরকেও ভয় ভিত্তি দেখায় ও অত্যাচার করে। এবং তাদের বিরোদ্ধে থানায় বেস কয়েকটি মামলা থাকলেও আইনকে ফাকি দিয়ে বেরিয়ে যায়।

ট্যাগস

মুরাদনগর ভয়াবহ আগুন কয়ক কাটি টাকার ক্ষতি 

হোমনায় সন্ত্রাসীদের ভয়ে নিরাপত্তাহীনতায় ৮০ বছরের বিধবা পরিবার

আপডেট সময় ০৫:০১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০১৫

হোমনা প্রতিনিধিঃ

রোজ শুক্রবার, ২০ নভেম্বর ২০১৫ ইং(মুরাদনগর বার্তা ডটকম)ঃ

কুমিল্লার হোমনার উপজেলার আছাদপুর ইউনিয়নের পাথালিয়া কান্দি গ্রামের মৃত তারা মিয়ার স্ত্রী পারুল আক্তার (৮০)  তার পুত্র বধু মোসাম্মদঃ রেখা বেগম সহ পুরো পরিবার এলাকার সন্ত্রাসীদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভূগছেন।

রেখা বেগম সাংবাদকিদের জানান, গত ১০ এপ্রিল তার পিতার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে বাড়ির সামনে রাস্তার উপরে পৌছা মাত্র লাঠি সোটা নিয়ে আবুল কাসেমের তিন ছেলে গোলাম কিবরিয়া ও তার ভাই সহ মামলা উঠিয়ে নেয়ার জন্য রেখা বেগমের উপরে আক্রমন করেন। রেখা বেগম ভযে চিৎকার কররে আসে পাসের লোক জন এগিয়ে আসলে জীবন রক্ষা পায় ।

পারুল আক্তার বলেন আমার পুত্র বধু সহ আমার সপরিবার সদস্যরা নানা হীন ভাবে হুমকি ধামকি ও ভয় ভিত্তি দেখায় ।

এলাকা বাসি জানায় তাদের তিন ভাই এর বিরোদ্ধে আনিত কোন অভিযোগ করলে তাদেরকেও ভয় ভিত্তি দেখায় ও অত্যাচার করে। এবং তাদের বিরোদ্ধে থানায় বেস কয়েকটি মামলা থাকলেও আইনকে ফাকি দিয়ে বেরিয়ে যায়।