ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

একসঙ্গে হলিউডে প্রিয়াঙ্কা-পরিণীতি

বিনোদন ডেস্ক:

প্রথমবারের মতো একসঙ্গে কাজ করলেন দুই বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া ও পরিণীতি চোপড়া। তাও আবার হলিউডের ছবিতে। সম্পর্কে তারা চাচাতো বোন। একসঙ্গে তারা কাজ করেছেন ‘ফ্রোজেন টু’-এ। এই ছবির হিন্দি ডাবিংয়ে এলসা ও অ্যানার চরিত্রে শোনা যাবে প্রিয়াঙ্কা ও পরিণীতির কণ্ঠ।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ছবির কথা ঘোষণা করেন প্রিয়াঙ্কা। তিনি লিখেন, ‘মিমি আর তৃষা এবার এলসা ও অ্যানা।’ এটাও জানান, আগামী ২২ নভেম্বর মুক্তি পাবে ‘ফ্রোজেন টু’। প্রিয়াঙ্কা এর আগে ‘জঙ্গল বুক’-এর হিন্দি ডাবিংয়ে মায়ার চরিত্রে ডাবিং করেছিলেন।

 

২০১৩ সালে প্রথম মুক্তি পায় ডিজনির ছবি ‘ফ্রোজেন’। রাজকুমারী অ্যানা ও এলসা অতীত জীবনের খোঁজে এক নয়া অধ্যায় লিখতে চলেছে ‘ফ্রোজেন টু’। এই ছবির পরিচালক ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওর প্রধান ক্রিয়েটিভ আধিকারিক জেনিফার লি এবং ক্রিস বাক।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

তারেক রহমান ও কায়কোবাদ মিথ্যা মামলা থেকে খালাস পাওয়ায় মুরাদনগরে মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনা

একসঙ্গে হলিউডে প্রিয়াঙ্কা-পরিণীতি

আপডেট সময় ০৩:২১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯
বিনোদন ডেস্ক:

প্রথমবারের মতো একসঙ্গে কাজ করলেন দুই বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া ও পরিণীতি চোপড়া। তাও আবার হলিউডের ছবিতে। সম্পর্কে তারা চাচাতো বোন। একসঙ্গে তারা কাজ করেছেন ‘ফ্রোজেন টু’-এ। এই ছবির হিন্দি ডাবিংয়ে এলসা ও অ্যানার চরিত্রে শোনা যাবে প্রিয়াঙ্কা ও পরিণীতির কণ্ঠ।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ছবির কথা ঘোষণা করেন প্রিয়াঙ্কা। তিনি লিখেন, ‘মিমি আর তৃষা এবার এলসা ও অ্যানা।’ এটাও জানান, আগামী ২২ নভেম্বর মুক্তি পাবে ‘ফ্রোজেন টু’। প্রিয়াঙ্কা এর আগে ‘জঙ্গল বুক’-এর হিন্দি ডাবিংয়ে মায়ার চরিত্রে ডাবিং করেছিলেন।

 

২০১৩ সালে প্রথম মুক্তি পায় ডিজনির ছবি ‘ফ্রোজেন’। রাজকুমারী অ্যানা ও এলসা অতীত জীবনের খোঁজে এক নয়া অধ্যায় লিখতে চলেছে ‘ফ্রোজেন টু’। এই ছবির পরিচালক ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওর প্রধান ক্রিয়েটিভ আধিকারিক জেনিফার লি এবং ক্রিস বাক।