ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

তিউনিশিয়ায় ৬ পুলিশ নিহত

অন্তর্জাতিক ডেস্কঃ
গতকাল তিউনিশিয়ার আলজেরিয়া সীমান্তের কাছাকাছি উত্তর-পশ্চিমাঞ্চলে একটি অভিযানে পুলিশের কমপক্ষে ছয়জন সদস্য নিহত হয়েছে। এ খবরটি জানিয়েছে রয়টার্স।
এদিকে স্টেট নিউজ এজেন্সি জানিয়েছে নয়জনের মৃত্যুর সংবাদ। কিন্তু দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ছয়জনের নিহত হওয়ার খবর পাওয়া যায়।
তিউনিশিয়া আরব বিশ্বের সবচেয়ে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রগুলির একটি। তিউনিশিয়ায় ২০১১ সালে স্বৈরশাসক জাইন আবিদিন বিন আলীর বিরুদ্ধে একটি বিদ্রোহের মাধ্যমে গণতান্ত্রিক পরিবর্তন সাধিত হয়। তবে এর মাধ্যমে দেশটি জঙ্গিদের অন্যতম লক্ষ্য হয়ে ওঠে।
ইত্তেফাক/নূহু
বাড়ী ফেরা হলো না শাকিলের
মদন (নেত্রকোনা) সংবাদদাতা
বোনের বাসা থেকে বাড়ি ফেরা হলো না শাকিল আকন্দের (২৮)।  আর কখনও ফিরবেন না তিনি। গত ২৭ জুন বড় বোন মিতা আক্তারকে চিকিৎসক দেখাতে গ্রাম থেকে ছোটে যান শাকিল। বোনের চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন তিনি।   গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে রোববার রাত দেরটার দিকে সড়ক দুর্ঘটনায় শিকার হন শাকিল আকন্দ। আহত অবস্থায় উত্তরার একটি বেসরকারি হাসপাতালে সোমবার চিকিৎসাধীন নিহত হয়েছেন বলে তার ভগ্নীপিত সোহেল নিশ্চিত করেছেন। এ বয়াবহ সড়ক দুর্ঘটনায়  আরো একটি তাজা প্রাণের  সঙ্গে তিনিও  অকালে ঝড়ে গেছেন। তার লাশ গ্রামের বাড়িতে পৌছলে হৃদয় বিদারক  দৃশ্যে পরিনত হয়।  সে মদন উপজেলার কুলিয়াটি নছিরপুর গ্রামের মৃত জিলাল উদ্দিন মাষ্টারে ছেলে। শাকিল ময়মনসিংহ আনন্দ মোহন বিশ্ববিদ্যালয়  কলেজের মাষ্টার্স শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। ওই দিন বিকালে কোর্ট ভবন ঈদগাহ মাঠে আছরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
বাস যাত্রী আহত পূবালী ব্যাংক মদন শাখার হিসাব রক্ষক মোঃ ফজলু মিয়া, ব্যাবসায়ী  এ.কে খায়রুজ্জামান আহমেদ জানান, রোববার রাতে ঢাকা মহাখালী বাসটার্মিনাল থেকে নেত্রকোণার মদনে আসার উদ্দেশ্যে আশিক পরিবহন রাত সাড়ে ১১ টায় ছেড়ে গাজীপুরের মেম্বার বাড়ীর সামনে রাত দেরটায় পৌঁছলে রাস্তার বিপরীত পাশে থেমে থাকা ইট বুঝাই ট্রাকের সাথে সংঘর্ষ লাগে। এতে বাসটির সামনের  অংশ দুমরে মুচরে যায়। ঘটনা স্থলেই ১ জন নিহত শাকিলসহ ১০ জন আহত হয়। আহত অবস্থ্য়া শাকিল নিহত হয়েছেন।
ওসি মোঃ শওকত আলী জানান, সড়ক দুর্ঘটনাটি গাজীপুর এলাকায় ঘটায় এ ব্যপারে আমাদের কাছে কোন তথ্য নেই। তবে লোকের মুখে শোনেছি সড়ক দুর্ঘটনায়  মদনের একজন নিহত হয়েছেন।
ছবি সংযুক্ত ঃ   ছবি শাকিল আকন্দ, মা শামছুন্নাহারের  শোকের মাতোম।
ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে কৃষক ও উদ্যোক্তাদের দিনব্যাপী কর্মশালা

তিউনিশিয়ায় ৬ পুলিশ নিহত

আপডেট সময় ০৩:৪০:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ জুলাই ২০১৮
অন্তর্জাতিক ডেস্কঃ
গতকাল তিউনিশিয়ার আলজেরিয়া সীমান্তের কাছাকাছি উত্তর-পশ্চিমাঞ্চলে একটি অভিযানে পুলিশের কমপক্ষে ছয়জন সদস্য নিহত হয়েছে। এ খবরটি জানিয়েছে রয়টার্স।
এদিকে স্টেট নিউজ এজেন্সি জানিয়েছে নয়জনের মৃত্যুর সংবাদ। কিন্তু দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ছয়জনের নিহত হওয়ার খবর পাওয়া যায়।
তিউনিশিয়া আরব বিশ্বের সবচেয়ে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রগুলির একটি। তিউনিশিয়ায় ২০১১ সালে স্বৈরশাসক জাইন আবিদিন বিন আলীর বিরুদ্ধে একটি বিদ্রোহের মাধ্যমে গণতান্ত্রিক পরিবর্তন সাধিত হয়। তবে এর মাধ্যমে দেশটি জঙ্গিদের অন্যতম লক্ষ্য হয়ে ওঠে।
ইত্তেফাক/নূহু
বাড়ী ফেরা হলো না শাকিলের
মদন (নেত্রকোনা) সংবাদদাতা
বোনের বাসা থেকে বাড়ি ফেরা হলো না শাকিল আকন্দের (২৮)।  আর কখনও ফিরবেন না তিনি। গত ২৭ জুন বড় বোন মিতা আক্তারকে চিকিৎসক দেখাতে গ্রাম থেকে ছোটে যান শাকিল। বোনের চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন তিনি।   গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে রোববার রাত দেরটার দিকে সড়ক দুর্ঘটনায় শিকার হন শাকিল আকন্দ। আহত অবস্থায় উত্তরার একটি বেসরকারি হাসপাতালে সোমবার চিকিৎসাধীন নিহত হয়েছেন বলে তার ভগ্নীপিত সোহেল নিশ্চিত করেছেন। এ বয়াবহ সড়ক দুর্ঘটনায়  আরো একটি তাজা প্রাণের  সঙ্গে তিনিও  অকালে ঝড়ে গেছেন। তার লাশ গ্রামের বাড়িতে পৌছলে হৃদয় বিদারক  দৃশ্যে পরিনত হয়।  সে মদন উপজেলার কুলিয়াটি নছিরপুর গ্রামের মৃত জিলাল উদ্দিন মাষ্টারে ছেলে। শাকিল ময়মনসিংহ আনন্দ মোহন বিশ্ববিদ্যালয়  কলেজের মাষ্টার্স শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। ওই দিন বিকালে কোর্ট ভবন ঈদগাহ মাঠে আছরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
বাস যাত্রী আহত পূবালী ব্যাংক মদন শাখার হিসাব রক্ষক মোঃ ফজলু মিয়া, ব্যাবসায়ী  এ.কে খায়রুজ্জামান আহমেদ জানান, রোববার রাতে ঢাকা মহাখালী বাসটার্মিনাল থেকে নেত্রকোণার মদনে আসার উদ্দেশ্যে আশিক পরিবহন রাত সাড়ে ১১ টায় ছেড়ে গাজীপুরের মেম্বার বাড়ীর সামনে রাত দেরটায় পৌঁছলে রাস্তার বিপরীত পাশে থেমে থাকা ইট বুঝাই ট্রাকের সাথে সংঘর্ষ লাগে। এতে বাসটির সামনের  অংশ দুমরে মুচরে যায়। ঘটনা স্থলেই ১ জন নিহত শাকিলসহ ১০ জন আহত হয়। আহত অবস্থ্য়া শাকিল নিহত হয়েছেন।
ওসি মোঃ শওকত আলী জানান, সড়ক দুর্ঘটনাটি গাজীপুর এলাকায় ঘটায় এ ব্যপারে আমাদের কাছে কোন তথ্য নেই। তবে লোকের মুখে শোনেছি সড়ক দুর্ঘটনায়  মদনের একজন নিহত হয়েছেন।
ছবি সংযুক্ত ঃ   ছবি শাকিল আকন্দ, মা শামছুন্নাহারের  শোকের মাতোম।