ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

দেবিদ্বারে চিকিৎসকদের পিপি দিলেন সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল

দেবিদ্বার (কুমিল্লা ):

কুমিল্লা ৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট অর্থাৎ ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) প্রদান করেছেন। এছাড়া মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড গ্লাভসও, প্রদান করা হয়। আজ সোমবার বিকালে সাড়ে ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসব প্রদান করেন ইউএনও মো. রাকিব হাসান।

করোনাভাইরাস মোকাবিলা করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্য সহকারী, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিদের স্বাস্থ্য সুরক্ষার জন্য দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহম্মেদ কবীরের হাতে এসব সামগ্রী তুলে দেন। এসময় ইউএনও মো. রাকিব হাসান বলেন, করোনাভাইরাস একটি বৈশ্বিক দুর্যোগ। এ দুর্যোগ কাটিয়ে উঠতে সকলের সহযোগিতা প্রয়োজন। স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এর পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা যেন রোগীদের নিরবচ্ছিন্ন সেবা দিতে পারেন সে লক্ষ্যে এই পিপি প্রদান করা হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহম্মেদ কবীর জানান, কোনো ব্যক্তি যদি এমন কোনো জায়গায় কাজ করেন যেখানে সংক্রমিত হওয়ার সম্ভাবনা আছে, তাহলে তার জন্য পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) আবশ্যক। কারণ এক্ষেত্রে শুধু তিনিই সংক্রমিত হবেন না, বরং তার মাধ্যমে আরো অনেকেই সংক্রমিত হতে পারেন। ছোঁয়াচে রোগের চিকিৎসা করেন এমন চিকিৎসকদের জন্য পিপিই খুবই গুরুত্বপূর্ণ। ইতালিতে দেখা গেছে যে করোনাভাইরাসে আক্রান্তদের অনেকেই স্বাস্থ্যকর্মী, যারা আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে নিজেরাই আক্রান্ত হয়েছেন।

সাংসদ রাজী ফখরুল এমপি বলেন, দেবিদ্বার উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে যেন বিনা চিকিৎসায় না ভোগে সে জন্য চিকিৎসকদের উন্নত মানের পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) সরঞ্জাম প্রদান করা হয়েছে। এতে চিকিৎসকরা আক্রান্ত রোগীদের নিরাপদে চিকিৎসা সেবা দিতে পারবেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে মাদক, চাঁদাবাজি ও ভূমি দখলদারদের বিরুদ্ধে বিএনপির মাইকিং

দেবিদ্বারে চিকিৎসকদের পিপি দিলেন সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল

আপডেট সময় ১১:১১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০

দেবিদ্বার (কুমিল্লা ):

কুমিল্লা ৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট অর্থাৎ ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) প্রদান করেছেন। এছাড়া মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড গ্লাভসও, প্রদান করা হয়। আজ সোমবার বিকালে সাড়ে ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসব প্রদান করেন ইউএনও মো. রাকিব হাসান।

করোনাভাইরাস মোকাবিলা করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্য সহকারী, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিদের স্বাস্থ্য সুরক্ষার জন্য দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহম্মেদ কবীরের হাতে এসব সামগ্রী তুলে দেন। এসময় ইউএনও মো. রাকিব হাসান বলেন, করোনাভাইরাস একটি বৈশ্বিক দুর্যোগ। এ দুর্যোগ কাটিয়ে উঠতে সকলের সহযোগিতা প্রয়োজন। স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এর পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা যেন রোগীদের নিরবচ্ছিন্ন সেবা দিতে পারেন সে লক্ষ্যে এই পিপি প্রদান করা হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহম্মেদ কবীর জানান, কোনো ব্যক্তি যদি এমন কোনো জায়গায় কাজ করেন যেখানে সংক্রমিত হওয়ার সম্ভাবনা আছে, তাহলে তার জন্য পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) আবশ্যক। কারণ এক্ষেত্রে শুধু তিনিই সংক্রমিত হবেন না, বরং তার মাধ্যমে আরো অনেকেই সংক্রমিত হতে পারেন। ছোঁয়াচে রোগের চিকিৎসা করেন এমন চিকিৎসকদের জন্য পিপিই খুবই গুরুত্বপূর্ণ। ইতালিতে দেখা গেছে যে করোনাভাইরাসে আক্রান্তদের অনেকেই স্বাস্থ্যকর্মী, যারা আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে নিজেরাই আক্রান্ত হয়েছেন।

সাংসদ রাজী ফখরুল এমপি বলেন, দেবিদ্বার উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে যেন বিনা চিকিৎসায় না ভোগে সে জন্য চিকিৎসকদের উন্নত মানের পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) সরঞ্জাম প্রদান করা হয়েছে। এতে চিকিৎসকরা আক্রান্ত রোগীদের নিরাপদে চিকিৎসা সেবা দিতে পারবেন।