রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের কুলুবাড়ি গ্রামের কালভার্টের পাশে সরকারি খাল দখল করে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ব্যাক্তি ইসলাম মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা যায়, শত বছরের পুরোনো এ খালটি কোম্পানীগঞ্জ বাজারের উত্তর পাশ ঘেঁষে প্রবাহিত, যা দীর্ঘদিন ধরে আশপাশের এলাকার পানি নিষ্কাশনের একমাত্র পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু সম্প্রতি প্রভাবশালী একটি মহল খালটি ভরাট করে জায়গা দখল করে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। কুলুবাড়ী এলাকায় সরকারি খাস খতিয়ানভুক্ত ওই খালের সামনেই চলছে দখল ও নির্মাণকাজ।
সরেজমিনে দেখা যায়, মৃত জহর আলীর ছেলে ইসলাম মিয়া খাল ভরাট করে দোকানঘর নির্মাণ করছেন। ইতোমধ্যেই সেখানে ইট, বালু ও নির্মাণসামগ্রী ফেলে জায়গাটি পূরণ করা হয়েছে। এতে খালের স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে পড়ছে।
স্থানীয় বাসিন্দা মো. আলমগীর হোসেন বলেন, এই খাল দিয়েই বৃষ্টির পানি নেমে যেত। এখন দোকান উঠছে খালের ওপর! বৃষ্টি হলে চারপাশ ডুবে যাবে। এতে খালের স্বাভাবিক জলপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং এলাকাবাসীর দুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে।
অভিযুক্ত ইসলাম মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, আমার জমির ওপর দিয়েই খাল খনন করা হয়েছিল। বর্তমানে যে জায়গায় দোকানঘর তুলছি, সেটি আমাদের নিজস্ব জমি। তাই সেখানে আমি যা ইচ্ছা করতে পারি।
এ বিষয়ে নবীপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভিপি) জাকির হোসেন বলেন, জনগণের সম্পদ কেউ ব্যক্তিগত স্বার্থে দখল করতে পারে না। সরকারি খাল জনগণের, কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। অবৈধ স্থাপনা যেই করুক না কেন, টিকে থাকতে দেওয়া হবে না।
মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন বলেন, সরকারি খাস জমি বা খাল দখল আইনত দণ্ডনীয় অপরাধ। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ 


















