সফিকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে জাতীয় টাইফয়েড ভ্যাকসিনেশন টিকাদানক্যা ম্পেইন উপজেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক সমন্বয় সভা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন, মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিন কাদের খাঁন, বাঙ্গরা বাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল, সাংবাদিক বেলাল উদ্দিন আহাম্মদ, সাংবাদিক সফিকুল ইসলাম সহ শিক্ষক ও অন্যান্য দপ্তরের কর্মকর্তা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক সভায় টাইফয়েড জ্বর প্রতিরোধের জন্য ভ্যাকসিন ব্যবহারের গুরুত্ব ও এর উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং টাইফয়েড ভ্যাকসিন কাদের জন্য প্রযোজ্য, কিভাবে এটি দেওয়া হয় এ সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান বলেন, টাইফয়েড ভ্যাকসিন রুটিন টিকাদান কর্মসূচিতে ব্যবহারে অগ্রাধিকার পাচ্ছে, কারণ এটি উন্নত রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে এবং কম বয়সী শিশুদের জন্য উপযোগী এবং দীর্ঘমেয়াদি সুরক্ষা দেয়।
উল্লেখ্যঃ ১২ অক্টোবর থেকে প্রথম দশ কর্ম দিবস উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের টাইফয়েডের টিকা দেওয়া হবে এবং স্কুল ক্যাম্পেইন শেষ হলে পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’সহ উপজেলার সকল টিকাদান কেন্দ্রে ইপিআই সেন্টারে স্কুলে না যাওয়া শিশুদের টিকা দেওয়া হবে। এবার উপজেলার ১ লাখ ৬৬ হাজার শিশুকে বিনামূল্যে এই ভ্যাকসিন প্রদান করা হবে।
সফিকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ 


















