রায়হান চৌধুরীঃ
কুমিল্লার মুরাদনগরে করোনা পরিস্থিতিতে হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে ইউপি কার্যালয় প্রাঙ্গনে উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়ন পরিষদের সকল ইউ’পি সদস্য ও সুশিল সমাজের পক্ষ থেকে এই ইউনিয়নের ১২শ’ নিম্ন আয়ের মানুষদের মাঝে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় জনপ্রতি ০৫ কেজি চাউল, ০৫ কেজি আলু, ১লিটার সয়াবিন তেল, মুশরির ডাল আধা কেজি, ১টি করে সাবান দেওয়া হয়।
নবীপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল খায়ের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের।
এসময় কাজী আবুল খায়ের বলেন মহামারি করোনা ভাইরাস প্রতিরোধ করতে সারা দেশের ন্যায় আমাদের উপজেলাকে লক ডাউন করা হয়েছে। এই লক ডাউনের প্রভাবে এ ইউনিয়নের নিম্ন আয়ের মানুষেরা অনেক কষ্টে জীবন যাপন করছেন। তাই তাদের কষ্ট কিছুটা লাগব করার জন্য এ ইউনিয়ন পরিষদের সকল ইউ’পি সদস্য স্বেচ্ছায় তাদের এক মাসের ভাতা প্রদান করে এসব খাদ্য সামগ্রী প্রদান করার জন্য। এছাড়াও সুশিল সমাজের লোকজন অনেকেই সহায়তা করেছেন। ভবিষ্যৎতে যদি দেশের পরিস্থিতি স্বাভাবিক না হয় তা হলে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সচিব জালাল আহম্মেদ, উদ্যোক্তা সঞ্জয় কুমার সাহা, ইউ’পি সদস্য রাম প্রসাদ দেব, জালাল হোসেন, সাহেদুল হক সুজন, আবুল কালাম, আলমগীর হুসেন, জাহাঙ্গীর আলম, মোতালেব হোসেন, মহিলা সদস্য শিমুল বেগম, বিশিষ্ট্য ব্যবসায়ী দুলাল দেবনাথ, মোহাম্মদ আলী শাহআলম, নিতাই চন্দ্র দেবনাথ, জসিম উদ্দিন, জুয়েল মিয়া, সম্রাট, ডা. আল আমিন প্রমুখ।