মনির হোসাইন, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপু ইউনিয়নে নবম শ্রেণী পড়ুয়া দিনা আক্তার নামে এক শিক্ষার্থীর বাল্য বিবাহ বন্ধ করেছেন উপজেলা প্রশাসন।
পাশাপাশি বাল্য বিবাহের আয়োজন করায় শিক্ষার্থীর অভিভাবকদের নিকট হতে মুচলেকা নেওয়াসহ কনের পরিবারকে পরিপূর্ণ প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিবাহ দিতে সতর্ক করেন এবং বাল্যবিবাহ বন্ধ করে দেন।
শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার জাহাপুর ইউনিয়নের জাহাপুর গ্রামে এই ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন সূত্রে যানা যায়, জাহাপুড় গ্রামের বাবুল মিয়ার মেয়ে নবম শ্রেণীর শিক্ষার্থী দিনা আক্তার (১৫)পাশ্ববর্তী তিতাস উপজেলা কলাকান্দি গ্রামের এক যুবকের সঙ্গে বিবাহ দেওয়ার সংবাদ পান উপজেলা প্রশাসন,এরমধ্যে বিয়ে বাড়ীতে গিয়ে হাজির হন।
উপজেলা নির্বাহী অফিসারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল,মুরাদনগর থানা পুলিশ, কিশোর-কিশোরী ক্লাবের সদস্যবৃন্দ,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মেম্বার ও গ্রামপুলিশের সার্বিক সহযোগিতায় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর বাল্যবিবাহটি বন্ধ করা হয়।
এই বিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবদুর রহমান জানান দিনা আক্তার পরিপূর্ণ বয়স না হওয়া বাল্যবিবাহ বন্ধ করা হয়।পাশাপাশি শিক্ষার্থীর অভিভাবকরা বিবাহ দিবেনা বলে একটি মুচলেকা দেন এছাড়া বিয়ে দিবেনা মর্মে কনের অভিভাবকের মুচলেকা নেয়া হয়।আর বিয়ের আয়োজন এর খাদ্য সামগ্রী নিকটবর্তী এতিমখানায় প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়।
মনির হোসাইন, বিশেষ প্রতিনিধিঃ 


















