রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)ঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে উপজেলায় বিভিন্ন ক্যাটাগরিতে কলেজ, মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ে চারজন শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত চার গুণী শিক্ষকরা হলেন মুরাদনগর কাজী নোমান আহমেদ ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক ড. মনিরুজ্জামান, আন্দিকুট সৈয়দ গোলাম জিলানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খালেদ মোশারফ, কামাল্লা মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সহকারি শিক্ষক মোহাম্মদ মোরশেদ আলম ও বড়পুকুরিয়া (মাজুর) স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ মেহেদী হাসান।
সোমবার উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, গুনী শিক্ষক বাছাই কমিটির মাধ্যমে কলেজ পর্যায়ে (কলেজ সাধারণ-১) মুরাদনগর কাজী নোমান আহমেদ ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক ড. মনিরুজ্জামান, মাধ্যমিক পর্যায়ে (মাধ্যমিক সাধারণ-১) আন্দিকুট সৈয়দ গোলাম জিলানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খালেদ মোশারফ, মাদ্রাসা পর্যায়ে (মাদ্রাসা সাধারণ-১) কামাল্লা মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সহকারি শিক্ষক মোহাম্মদ মোরশেদ আলম ও মাদ্রাসা পর্যায়ে (প্রাথমিক, মাদ্রাসা-১) বড়পুকুরিয়া (মাজুর) স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ মেহেদী হাসান কে শ্রেষ্ঠ গুনী শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত শিক্ষকরা ধাপে ধাপে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ার সুযোগ পান।
এব্যাপারে নির্বাচিত শ্রেষ্ঠ গুনী শিক্ষকরা বলেন, যে কোনো কাজের স্বীকৃতি পেলে সেই কাজের প্রতি অনুপ্রেরণা আরো বেড়ে যায়। এই স্বীকৃতি আগামী দিনগুলোতে ভালো কাজ করতে আরও বেশি অনুপ্রাণিত করবে। দায়িত্বশীল জায়গা থেকে শিক্ষা বিস্তারে কাজ করছি, ভবিষ্যতে আরো ভাল কাজ করতে চাই। ভবিষ্যতে এই অর্জন অক্ষুন্ন রাখতে চেষ্টা অব্যাহত থাকবে। সবার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপনও করেন তারা।
এবিষয়ে মুরাদনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার বলেন, আমরা শিক্ষকদের ইনফ্লুয়েন্স করার জন্য মূলত এই আয়োজন। যাতে শিক্ষকদের মধ্যে উৎসাহ- উদ্দীপনা বাড়ে। মুরাদনগরের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা উন্নতির জন্য আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)ঃ 

















