মো. সুমন সরকার:
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের সমাজসেবক মোহাম্মদ আলী শাহ আলমের উদ্যোগে হতদরিদ্র শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে তার নিজ বাড়িতে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
জানা যায়, নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পরা এ গ্রামের কর্মহীন হতদরিদ্র মানুষের কষ্ট কিছুটা লাগব করতে নিজ উদ্যোগে এসব খাদ্য সামগ্রী প্রদান করেছেন তিনি।
এসময় জনপ্রতি ৫কেজি চাউল, ৫কেজি আলু, ১লিটার সয়াবিন তেল , আধা কেজি ডাল, ১টি বল সাবান ও একটি করে মাস্ক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নবীপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল খায়ের, আ’লীগ নেতা অনু মিয়া ব্যাপারী, গিয়াস উদ্দিন, আনিসুর রহমান খোকন, খোরশেদ আলম, উপজেলা মৎস্যজীবীলীগ সভাপতি জসিম উদ্দিন, পল্লি চিকিৎসক শাহআলম, মো. হুমায়ন কবির , সাবেক ছাত্রলীগ নেতা বিল্লাল হোসেন বিপ্লব, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল আজিজ, সাইফুল ইসলাম স¤্রাট, প্রমুখ।