ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী অভি’র নতুন অ্যাপস

 

০৭ ডিসেম্বর (মুরাদনগর বার্তা ডটকম):

বংলাদেশের সকল ফায়ার সার্ভিস স্টেশনের নাম্বার সম্বলিত একটি নতুন অ্যাপস তৈরী করলেন কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের বাংলার ছাত্র আরিফুল ইসলাম অভি। সে দীর্ঘ তিন বছর ব্যক্তিগত প্রচেষ্টায় তৈরী করেছেন ‘বিডি ফায়ার সার্ভিস ফোনবুক’ নামের এই মোবাইল অ্যাপসটি।

স্মার্টফোনের জন্য তৈরি করা এই অ্যাপসটিতে রয়েছে দেশের সকল বিভাগের ফায়ার সার্ভিস স্টেশনের আপডেট টেলিফোন নম্বর ও মোবাইল নম্বর এবং অধিদফতরের কর্মকর্তা, ওয়্যার হাউজ ইন্সপেক্টর, ট্রেনিং কমপ্লেক্স কর্মকর্তাদের ব্যবহৃত সরকারি নাম্বার সমূহ। অ্যাপসটিতে আপনি খুব সহজেই আপনার বিভাগ, জেলা, স্টেশন এর নাম সার্চ করে পেয়ে যাবেন প্রয়োজনীয় নাম্বারটি। এছাড়াও অ্যাপসটিতে আগুন সম্পর্কে ধারনা, আগুন কেন লাগতে পারে, আগুন লাগলে করনীয় কী, প্রাথমিক চিকিৎসাসহ আরও নানান সতর্কতা মূলক আর্টিকেল। অ্যাপসটি তৈরী সম্পর্কে অভি জানান, দেশের সকল মানুষের বিপদে কাজে আসে সেজন্য অ্যাপসটি তৈরি করেছি। আর এই সফটওয়্যারের মাধ্যমে নতুন প্রজন্মের সকল বয়সের সস্মার্টফোন ব্যবহার কারীরা দূর্ঘটনা মাত্রই জানাতে পারবেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সকে। ডিজিটাল যুগে সবার নিত্য প্রয়োজনীয় কাজে আমার এ অ্যাপসটি প্রয়োজন হবে। দেশের যে কোন প্রান্ত থেকে যে কোন ফায়ার সার্ভিস স্টেশনের নাম্বার পাওয়া যাবে এই অ্যাপস এ।

অভি আরো জানান, পড়াশুনার পাশাপাশি অবসর সময়ে তিনি অ্যাপস ডেভেলপমেন্টের কাজ শিখেছেন। সেই থেকেই তিনি বাংলাদেশের সকল ফায়ার সার্ভিস স্টেশনের নম্বর সংগ্রহ শুরু করেন। দীর্ঘ তিন বছরের সাধণার পর তিনি সফলতার মুখ দেখেন। কুমিল্লা সদরের কালিরবাজার ইউনিয়নের বুধনাগ গ্রামের ছেলে আরিফুল ইসলাম অভি পরাশুনো করছেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। বর্তমানে বাংলাবিভাগে দ্বিতীয় বর্ষের ছাত্র তিনি।

অ্যাপসটি গুগল প্লে-স্টোর থেকে যে কেউ সহজেই ডাউনলোড করতে পারেন https://play.google.com/store/apps/details?id=arif.bd.fireservice। অথবা BD Fire Service Phonebook লিখে সার্চ দিলে পাওয়া যাবে।

ট্যাগস

ছাত্র আন্দেলনে আহতদের হাসপাতালে দেখে উপদেষ্টারা প্রতিদিন অফিসে যাওয়া উচিত –কায়কোবাদ

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী অভি’র নতুন অ্যাপস

আপডেট সময় ০৩:৩৬:০৭ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০১৪

 

০৭ ডিসেম্বর (মুরাদনগর বার্তা ডটকম):

বংলাদেশের সকল ফায়ার সার্ভিস স্টেশনের নাম্বার সম্বলিত একটি নতুন অ্যাপস তৈরী করলেন কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের বাংলার ছাত্র আরিফুল ইসলাম অভি। সে দীর্ঘ তিন বছর ব্যক্তিগত প্রচেষ্টায় তৈরী করেছেন ‘বিডি ফায়ার সার্ভিস ফোনবুক’ নামের এই মোবাইল অ্যাপসটি।

স্মার্টফোনের জন্য তৈরি করা এই অ্যাপসটিতে রয়েছে দেশের সকল বিভাগের ফায়ার সার্ভিস স্টেশনের আপডেট টেলিফোন নম্বর ও মোবাইল নম্বর এবং অধিদফতরের কর্মকর্তা, ওয়্যার হাউজ ইন্সপেক্টর, ট্রেনিং কমপ্লেক্স কর্মকর্তাদের ব্যবহৃত সরকারি নাম্বার সমূহ। অ্যাপসটিতে আপনি খুব সহজেই আপনার বিভাগ, জেলা, স্টেশন এর নাম সার্চ করে পেয়ে যাবেন প্রয়োজনীয় নাম্বারটি। এছাড়াও অ্যাপসটিতে আগুন সম্পর্কে ধারনা, আগুন কেন লাগতে পারে, আগুন লাগলে করনীয় কী, প্রাথমিক চিকিৎসাসহ আরও নানান সতর্কতা মূলক আর্টিকেল। অ্যাপসটি তৈরী সম্পর্কে অভি জানান, দেশের সকল মানুষের বিপদে কাজে আসে সেজন্য অ্যাপসটি তৈরি করেছি। আর এই সফটওয়্যারের মাধ্যমে নতুন প্রজন্মের সকল বয়সের সস্মার্টফোন ব্যবহার কারীরা দূর্ঘটনা মাত্রই জানাতে পারবেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সকে। ডিজিটাল যুগে সবার নিত্য প্রয়োজনীয় কাজে আমার এ অ্যাপসটি প্রয়োজন হবে। দেশের যে কোন প্রান্ত থেকে যে কোন ফায়ার সার্ভিস স্টেশনের নাম্বার পাওয়া যাবে এই অ্যাপস এ।

অভি আরো জানান, পড়াশুনার পাশাপাশি অবসর সময়ে তিনি অ্যাপস ডেভেলপমেন্টের কাজ শিখেছেন। সেই থেকেই তিনি বাংলাদেশের সকল ফায়ার সার্ভিস স্টেশনের নম্বর সংগ্রহ শুরু করেন। দীর্ঘ তিন বছরের সাধণার পর তিনি সফলতার মুখ দেখেন। কুমিল্লা সদরের কালিরবাজার ইউনিয়নের বুধনাগ গ্রামের ছেলে আরিফুল ইসলাম অভি পরাশুনো করছেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। বর্তমানে বাংলাবিভাগে দ্বিতীয় বর্ষের ছাত্র তিনি।

অ্যাপসটি গুগল প্লে-স্টোর থেকে যে কেউ সহজেই ডাউনলোড করতে পারেন https://play.google.com/store/apps/details?id=arif.bd.fireservice। অথবা BD Fire Service Phonebook লিখে সার্চ দিলে পাওয়া যাবে।