মো ইমন মিয়া, পূর্বধৈইর পূর্ব ইউনিয়ন প্রতিনিধিঃ
রোজ বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০১৬ ইং(মুরাদনগর বার্তা ডটকম):
কুমিল্লার মুরাদনগর উপজেলার ৪নং ইউনিয়নের হিরাপুরের গ্রামের মরহুম হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেবের প্রতিষ্ঠিত উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত তাফসীরুল কোরআন মাহফিলে আব্দুল মতিন সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলার আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার উক্ত তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান তাফসীরুলকারী হিসেবে উপস্হিত ছিলেন মুফতী সাইদুর রহমান বিশেষ আর্কষন হিসেবে উপস্হিত ছিলেন মিজানুর রহমান আতিকী।উক্ত তাফসীরুল কোরআন মাহফিেল অনুষ্ঠানে বাদ জোহর থেকে মধ্যরাত পর্যন্ত সাড়া জাগানো ইসলামী সংগীত তারকা এ বি এম নোমান প্রবিত্র কোরআন থেকে তেলাওয়াত,হামদ,নাতসহ বিভিন্ন মনোমুগ্ধকর ইসলামী সংগীত পরিবেশন করেন। তাফসীরুল কোরআন মাহফিলে অন্যদের মধ্য আরো উপস্হিত ছিলেন মো: জসিম মাষ্ঠার,রহআমিন মেম্বার,ইকবাল ঠাকুর , শহিদ মিয়া,বিল্লাল,কুদ্দুস ভূইয়া, কামাল উদ্দিন, মো সুলতান আহম্দে ,মো মকবুল হোসেন, অলনাইন সাংবাদিক মো ইমন মিয়া প্রমুখ। এছাড়াও এলাকার সকল ধর্ম প্রান মুসলমান এবং গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্হিত ছিলেন।