সোমবার, ২৭ মার্চ ২০২৩ ১৩ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
অ+
অ-

দাউদকান্দিতে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত গ্রেপ্তার

২৪ ডিসেম্বর (মুরাদনগর বার্তা ডটকম):

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির বাসে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার পুটিয়ার নিকট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন: উপজেলার ভেকিনগর গ্রামের বজলু মিয়ার ছেলে ঈমাম হোসেন (৩০), চান্দিনা উপজেলার ভেলাশহর গ্রামের অয়াদুদ মিয়ার ছেলে রাসেল (২৩) এবং একই গ্রামের মজিবুর রহমানের ছেলে মাসুম (২৪)।

গৌরীপুর ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আসাদুজ্জামান জানান, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার পুঁটিয়া নামক স্থানে বাসে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতিকালে টহল পুলিশ তাদেরকে ধাওয়া করে। এ সময় পুলিশ তিন ডাকাতকে আটক করে। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

print

আরো পড়ুন

আপনার মন্তব্য লিখুন