শুক্রবার, ০২ জুন ২০২৩ ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
অ+
অ-

দেবিদ্বারে অটোরিকশা চাপায় শিশু নিহত

মো: দেলোয়ার হোসেন:

০৫ জানুয়ারী (মুরাদনগর বার্তা ডটকম):

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা চাপায় রিয়া (৮) নামে এক শিশু নিহত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার সুবিল ইউনিয়নের নোয়াপাড়া ব্রিজের সামনে এ দুঘর্টনা ঘটে।

নিহত শিশু রিয়া ওই গ্রামের আলমগীর হোসেনের মেয়ে ও এগারগ্রামের সানরাইজ কিন্ডার গার্টেনের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, দুপুরে রিয়া স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথে নোয়াপাড়া ব্রিজের সামনে এলে একটি অটোরিকশা তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, মৃতদেহ থানায় আনা হয়েছিল। কোনো অভিযোগ না থাকায় থানায় এসে মৃতদেহ নিয়ে গেছে শিশুটির পরিবার।

print

আরো পড়ুন

আপনার মন্তব্য লিখুন