সোমবার, ২৭ মার্চ ২০২৩ ১৩ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
অ+
অ-

মুরাদনগরের গ্রামীন ব্যাংকের ম্যানেজারের হোমনায় লাশ উদ্ধার

তপন সরকার, হোমনা প্রতিনিধিঃ

রোজ বুধবার, ২৩ স্টেম্বর ২০১৫ ইং।

কুল্লিার মুরাদনগর উপজেলার  তিতাস বাজার শাখার গ্রামীন ব্যাংকের ম্যানেজারের লাশ পার্শ্ববর্তী হোমনা উপজেলার তিতাস নদীর বাকসিতা রামপুর নামক স্থান হতে বুধ বিকেলে  উদ্ধার করে হোমনা থানা পুলিশ।

সামিউল কাদির কুমিল্লার  বুড়িচং উপজেলার পূর্নমতি গ্রামের আবু তাহেরের ছেলে।

স্থানীয় সুত্র ও পুলিশ জানায়, মুরাদনগর উপজেলার তিতাস বাজার গ্রামীন ব্যাংকের ম্যানেজার  সামিউল কাদির (২৮) গত রোববার ২০ সেপ্টেম্বর  হতে নিখোজ ছিল। বুধবার দুপুরে পার্শ্ববর্তী  হোমনা উপজেলার তিতাস নদীর বাকসিতা রামপুর নামক স্থানে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন হোমনা থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে, ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। পুলিশের ধারনা তাকে হত্যা করে পানিতে ফেলে দেয়া হয়েছে।

এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল ফয়সাল বলেন, উদ্বারকৃত লাশের মাথায় ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

print

আরো পড়ুন

আপনার মন্তব্য লিখুন