বুধবার, ০৭ জুন ২০২৩ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
অ+
অ-

সোমবার সারাদেশে হরতাল ডেকেছে ২০ দল

79424_Hortal (2)

 ২৭ ডিসেম্বর (মুরাদনগর বার্তা ডটকম) ডেস্ক রিপোর্ট :
গাজীপুরের সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক হয়। বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

তিনি জানান, গাজীপুরে বিএনপির সমাবেশে বাধা দিতে সেখানে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়। আজ সেখানে হরতাল চলছে। এ ছাড়া সারাদেশে ২০ দলীয় জোটের বিক্ষোভ কর্মসূচিতে বাধা দেয়া হয়েছে। অনেককে গ্রেফতার করা হয়েছে। এর প্রতিবাদের হরতালের ঘোষণা দেওয়া হলো।

মির্জা আলমগীর বলেন, ২০ দলীয় জোটের শীর্ষনেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুস সালাম পিন্টু, লুৎফুজ্জামান বাবরসহ সকল রাজবন্দির মুক্তির দাবিতে শান্তিপূর্ণ এ কর্মসূচি ঘোষণা দিতে আমরা বাধ্য হয়েছি।

তবে সাংবাদিক, এ্যাম্বুলেন্স, ওষুধের দোকান, ফায়ার সার্ভিসের গাড়িসহ জরুরি সেবাপ্রদানকারী সংস্থার গাড়ি হরতালের আওতামু্‌ক্ত থাকবে বলেও জানান তিনি।

print

আরো পড়ুন

আপনার মন্তব্য লিখুন