ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

কুমিল্লায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া আসামি গ্রেফতার

দেলোয়ার হোসেন, স্টাফ রির্পোটারঃ
কুমিল্লায় পুলিশের কাছ থেকে হাতকড়া পরিহিত অবস্থায় আবদুল হক ওরফে হক শাহ নামের এক আসামী ছিনিয়ে নেয়ার ৪১ দিন পর তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ নগরীর ফৌজদারী মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে। দুপুর দেড়টায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি’র এসআই শাহ কামাল আকন্দ পিপিএম।
জানা যায়, গত ১৭ মার্চ গভীর রাতে পুলিশ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আবদুল হককে গ্রেফতারের জন্য উপজেলার কাপাসকান্দি তার বাড়িতে অভিযান চালায়। এসময় পুলিশ তাকে গ্রেফতার করে হাতকড়া পড়িয়ে থানায় নিয়ে যাওয়ার সময় তার স্বজনরা ডাকাত ডাকাত বলে চিত্কার শুরু করে। এতে ঐ বাড়ির ও আশপাশের লোকজন ছুটে আসে এবং পুলিশ দলকে ঘেরাও করে। একপর্যায়ে পুলিশকে আহত করে হাতকড়া পড়ানো অবস্থায় তাকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। ঐ আসামির স্ত্রী, ভাই ও ভগ্নিপতিসহ চারজনকে গ্রেফতার করেছিল। ঘটনার পর থেকে আবদুল হক পলাতক ছিল।
ডিবি’র এসআই শাহ কামাল আকন্দ পিপিএম জানান, গোপন সূত্রে খবর পেয়ে নগরীর ফৌজদারী মোড় এলাকা থেকে পলাতক আসামি আবদুল হককে গ্রেফতার করা হয়েছে।
তিতাস থানার ওসি মনিরুল ইসলাম জানান, তার বিরুদ্ধে পুলিশ আহত করাসহ একাধিক মামলা রয়েছে।
ট্যাগস

কুমিল্লায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া আসামি গ্রেফতার

আপডেট সময় ০৪:০১:৫০ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০১৬
দেলোয়ার হোসেন, স্টাফ রির্পোটারঃ
কুমিল্লায় পুলিশের কাছ থেকে হাতকড়া পরিহিত অবস্থায় আবদুল হক ওরফে হক শাহ নামের এক আসামী ছিনিয়ে নেয়ার ৪১ দিন পর তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ নগরীর ফৌজদারী মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে। দুপুর দেড়টায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি’র এসআই শাহ কামাল আকন্দ পিপিএম।
জানা যায়, গত ১৭ মার্চ গভীর রাতে পুলিশ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আবদুল হককে গ্রেফতারের জন্য উপজেলার কাপাসকান্দি তার বাড়িতে অভিযান চালায়। এসময় পুলিশ তাকে গ্রেফতার করে হাতকড়া পড়িয়ে থানায় নিয়ে যাওয়ার সময় তার স্বজনরা ডাকাত ডাকাত বলে চিত্কার শুরু করে। এতে ঐ বাড়ির ও আশপাশের লোকজন ছুটে আসে এবং পুলিশ দলকে ঘেরাও করে। একপর্যায়ে পুলিশকে আহত করে হাতকড়া পড়ানো অবস্থায় তাকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। ঐ আসামির স্ত্রী, ভাই ও ভগ্নিপতিসহ চারজনকে গ্রেফতার করেছিল। ঘটনার পর থেকে আবদুল হক পলাতক ছিল।
ডিবি’র এসআই শাহ কামাল আকন্দ পিপিএম জানান, গোপন সূত্রে খবর পেয়ে নগরীর ফৌজদারী মোড় এলাকা থেকে পলাতক আসামি আবদুল হককে গ্রেফতার করা হয়েছে।
তিতাস থানার ওসি মনিরুল ইসলাম জানান, তার বিরুদ্ধে পুলিশ আহত করাসহ একাধিক মামলা রয়েছে।