ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বর্ষায় মেকআপ

লাইফস্টাইল ডেস্কঃ

এই রোদ তো পরক্ষণেই বৃষ্টি। মেঘে অন্ধকার, রাস্তার ধুলাবালি শরীরের সাথে মিলমিশে একাকার। নিজেকে সাজানো গুছানোর জন্য অর্থাৎ মেকআপ-ফ্যাশনে পারফেক্ট করার জন্য রোদ-বৃষ্টি দুইটাই বিপত্তি হয়ে দাঁড়ায়। একদিকে ভ্যাপসা গরমে ঘামে একাকার, অন্যদিকে বৃষ্টিতে ভিজে মুখের প্রসাধন নষ্ট। কিন্তু তাই বলে তো সাজসজ্জা আর থেমে থাকবে না। এজন্য বর্ষায় চাই বিশেষ মেকআপ।

বর্ষায় মেকআপ

বৃষ্টির দিনগুলোতে পানিরোধী বা ওয়াটার প্রুপ প্রসাধনী ব্যবহার করলে হঠাৎ ভিজে গেলেও সহজে মেকআপ নষ্ট হয়না। ক্রিমভিত্তিক ফাউন্ডেশন এই সময়ের জন্য ভালো। এর ওপর পানি পড়লেও তা সহজে সরে যায়, ফলে মেকআপ নষ্ট হওয়ার আশঙ্কা কম।

বর্ষাকালে বৃষ্টিতে মাসকারা সহজেই গলে গিয়ে পুরো মেকআপ নষ্ট করে দিতে পারে। তাই এটিও হতে হবে পানিরোধী। আইলাইনার বা কাজলের বেলাতেও খাটবে একই কথা। একসময় পানিরোধী আইলাইনার কিছুটা দৃষ্টিকটু লাগত। তবে এখন আর সেই দিন নেই। আজকাল পানিরোধী সব প্রসাধনীই সুন্দর দেখায়।

বর্ষায় মেকআপ

ম্যাট লিপস্টিক লাগাতে পারেন। বৃষ্টির পানি লাগলেও তা উঠে যাওয়ার ভয় নেই। হাইলাইটার বা আইশ্যাডো ব্যবহার করতে চাইলে ক্রিমভিত্তিক সামগ্রী বেছে নিতে পারেন। মনে রাখুন, চকচকে (গ্লসি) সাজ এই সময়ের উপযোগী নয়। চাইলে ক্রিমভিত্তিক ব্লাশঅন লাগাতে পারেন। তবে ক্রিমভিত্তিক প্রসাধনী ব্যবহার করলে খানিকটা বাড়তি সতর্কতা চাই। হাত লেগে ছড়িয়ে গিয়ে নষ্ট হওয়ার সম্ভবনা আছে।

রঙ নির্বাচনের ক্ষেত্রে এ সময়টাতে হালকা ও সাদামাটা রঙ বেছে নেওয়া ভালো। সাজে একটু সতেজ ভাব আনতে পারেন। ব্লাশঅন ব্যবহার করলেও তা হালকা গোলাপি বা অন্য কোনো স্নিগ্ধ, হালকা ও মিষ্টি রঙের হলে ভালো দেখাবে। হালকা আভা হলেই সুন্দর লাগবে। গাঢ় ও উজ্জ্বল রঙ এড়িয়ে যাওয়াটাাই বৃষ্টির দিনে ভালো। হালকা ও মিষ্টি টোনের লিপস্টিকও লাগাতে পারেন; ম্যাট লিপস্টিক মানেই কিন্তু গাঢ় রঙ নয়।

বর্ষার পরিবেশ ও প্রকৃতির সঙ্গে নীল দারুণ মানায়। নীল কাজল বা আইলাইনার ব্যবহার করা যায়। নীল স্মোকি আই অবশ্য ভালো লাগবে না। স্বাভাবিক সৌন্দর্য বজায় রেখে সাজের আধিক্য এড়িয়ে চলুন। এটিই সময়োপযোগী। কাজল-আইলাইনারও না হয় প্রতিদিন না লাগালেন। চাইলে হালকা সাজের সঙ্গে শুধু কপালে একটা নীল টিপও দিতে পারেন।

বর্ষায় মেকআপ

পরিবেশদূষণের কারণে বৃষ্টির পানি এখন আর বিশুদ্ধ নয়। তাই বৃষ্টির পানিতে ত্বক বা চুল যেনো সহজেই না ভিজে যায়, সেদিকটায় খেয়াল রাখা প্রয়োজন। চুল বেঁধে রাখা ভালো। চুল বেঁধে পরিপাটি করে রাখলে এলো চুলে বৃষ্টির ছাঁট লাগার সম্ভবনাও কমে যাবে। যদি বৃষ্টিতে চুল ভিজেই যায়, তাহলে বাড়ি ফিরেই চুল ধুয়ে নিতে হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

বর্ষায় মেকআপ

আপডেট সময় ০৯:৩৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১

লাইফস্টাইল ডেস্কঃ

এই রোদ তো পরক্ষণেই বৃষ্টি। মেঘে অন্ধকার, রাস্তার ধুলাবালি শরীরের সাথে মিলমিশে একাকার। নিজেকে সাজানো গুছানোর জন্য অর্থাৎ মেকআপ-ফ্যাশনে পারফেক্ট করার জন্য রোদ-বৃষ্টি দুইটাই বিপত্তি হয়ে দাঁড়ায়। একদিকে ভ্যাপসা গরমে ঘামে একাকার, অন্যদিকে বৃষ্টিতে ভিজে মুখের প্রসাধন নষ্ট। কিন্তু তাই বলে তো সাজসজ্জা আর থেমে থাকবে না। এজন্য বর্ষায় চাই বিশেষ মেকআপ।

বর্ষায় মেকআপ

বৃষ্টির দিনগুলোতে পানিরোধী বা ওয়াটার প্রুপ প্রসাধনী ব্যবহার করলে হঠাৎ ভিজে গেলেও সহজে মেকআপ নষ্ট হয়না। ক্রিমভিত্তিক ফাউন্ডেশন এই সময়ের জন্য ভালো। এর ওপর পানি পড়লেও তা সহজে সরে যায়, ফলে মেকআপ নষ্ট হওয়ার আশঙ্কা কম।

বর্ষাকালে বৃষ্টিতে মাসকারা সহজেই গলে গিয়ে পুরো মেকআপ নষ্ট করে দিতে পারে। তাই এটিও হতে হবে পানিরোধী। আইলাইনার বা কাজলের বেলাতেও খাটবে একই কথা। একসময় পানিরোধী আইলাইনার কিছুটা দৃষ্টিকটু লাগত। তবে এখন আর সেই দিন নেই। আজকাল পানিরোধী সব প্রসাধনীই সুন্দর দেখায়।

বর্ষায় মেকআপ

ম্যাট লিপস্টিক লাগাতে পারেন। বৃষ্টির পানি লাগলেও তা উঠে যাওয়ার ভয় নেই। হাইলাইটার বা আইশ্যাডো ব্যবহার করতে চাইলে ক্রিমভিত্তিক সামগ্রী বেছে নিতে পারেন। মনে রাখুন, চকচকে (গ্লসি) সাজ এই সময়ের উপযোগী নয়। চাইলে ক্রিমভিত্তিক ব্লাশঅন লাগাতে পারেন। তবে ক্রিমভিত্তিক প্রসাধনী ব্যবহার করলে খানিকটা বাড়তি সতর্কতা চাই। হাত লেগে ছড়িয়ে গিয়ে নষ্ট হওয়ার সম্ভবনা আছে।

রঙ নির্বাচনের ক্ষেত্রে এ সময়টাতে হালকা ও সাদামাটা রঙ বেছে নেওয়া ভালো। সাজে একটু সতেজ ভাব আনতে পারেন। ব্লাশঅন ব্যবহার করলেও তা হালকা গোলাপি বা অন্য কোনো স্নিগ্ধ, হালকা ও মিষ্টি রঙের হলে ভালো দেখাবে। হালকা আভা হলেই সুন্দর লাগবে। গাঢ় ও উজ্জ্বল রঙ এড়িয়ে যাওয়াটাাই বৃষ্টির দিনে ভালো। হালকা ও মিষ্টি টোনের লিপস্টিকও লাগাতে পারেন; ম্যাট লিপস্টিক মানেই কিন্তু গাঢ় রঙ নয়।

বর্ষার পরিবেশ ও প্রকৃতির সঙ্গে নীল দারুণ মানায়। নীল কাজল বা আইলাইনার ব্যবহার করা যায়। নীল স্মোকি আই অবশ্য ভালো লাগবে না। স্বাভাবিক সৌন্দর্য বজায় রেখে সাজের আধিক্য এড়িয়ে চলুন। এটিই সময়োপযোগী। কাজল-আইলাইনারও না হয় প্রতিদিন না লাগালেন। চাইলে হালকা সাজের সঙ্গে শুধু কপালে একটা নীল টিপও দিতে পারেন।

বর্ষায় মেকআপ

পরিবেশদূষণের কারণে বৃষ্টির পানি এখন আর বিশুদ্ধ নয়। তাই বৃষ্টির পানিতে ত্বক বা চুল যেনো সহজেই না ভিজে যায়, সেদিকটায় খেয়াল রাখা প্রয়োজন। চুল বেঁধে রাখা ভালো। চুল বেঁধে পরিপাটি করে রাখলে এলো চুলে বৃষ্টির ছাঁট লাগার সম্ভবনাও কমে যাবে। যদি বৃষ্টিতে চুল ভিজেই যায়, তাহলে বাড়ি ফিরেই চুল ধুয়ে নিতে হবে।