ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

অক্ষয়ের টানা পাঁচ সেঞ্চুরি

বিনোদন ডেস্ক:

এই মুহূর্তে বক্স অফিসের রাজা অক্ষয় কুমার। তার প্রায় প্রতিটি ছবিই ১০০ কোটির ক্লাবের সদস্য। ২০১৯ সালে পর পর তিনটি সুপার হিট ছবি উপহার দিয়েছেন বলিউড খিলাড়ি। ‘কেসরি’ এবং ‘মিশন মঙ্গল’-এর পর সেই তালিকায় সাম্প্রতিক সংযোজন ‘হাউজফুল ফোর’।

চলতি বছরের তিনটি ছবি ছাড়াও ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘২.০’ এবং ‘গোল্ড’ও বক্স অফিসে দারুণ সফল। ওই দুটি ছবিরও নাম রয়েছে ১০০ কোটির ক্লাবে। অতএব পর পর পাঁচটি ছবিতে একাধিপত্য বজায় রাখলেন অক্ষয় কুমার।

গত ২৫ অক্টোবর মুক্তি পায় অক্ষয়, রীতেশ দেশমুখ, কৃতী স্যানন ও ববি দেওল অভিনীত ‘হাউজফুল ফোর’। মাত্র পাঁচ দিনেই সেটি ১০০ কোটির গন্ডি পেরিয়ে গেছে। বুধবার পর্যন্ত ছবিটি ব্যবসা করেছে ১১৫ কোটির মতো। শুধুমাত্র মঙ্গলবারই এই ছবি ভারতজুড়ে ব্যবসা করেছে ২৪ কোটি টাকা।

উত্তর ও পশ্চিম ভারতে রমরমিয়ে চলছে ‘হাউজফুল ফোর’। দক্ষিণে ব্যবসা সামান্য পড়লেও এই অঞ্চল থেকে ইতোমধ্যেই রেকর্ড কালেকশন করেছে ছবিটি। কাজেই খিলাড়ি বৃহস্পতি যে এখন তুঙ্গে সে কথা বলাই বাহুল্য।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে ৩৬ দিনেও সন্ধ্যান মেলেনি মানসিক ভারসাম্যহীন পিংকির

অক্ষয়ের টানা পাঁচ সেঞ্চুরি

আপডেট সময় ০৩:২০:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯

বিনোদন ডেস্ক:

এই মুহূর্তে বক্স অফিসের রাজা অক্ষয় কুমার। তার প্রায় প্রতিটি ছবিই ১০০ কোটির ক্লাবের সদস্য। ২০১৯ সালে পর পর তিনটি সুপার হিট ছবি উপহার দিয়েছেন বলিউড খিলাড়ি। ‘কেসরি’ এবং ‘মিশন মঙ্গল’-এর পর সেই তালিকায় সাম্প্রতিক সংযোজন ‘হাউজফুল ফোর’।

চলতি বছরের তিনটি ছবি ছাড়াও ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘২.০’ এবং ‘গোল্ড’ও বক্স অফিসে দারুণ সফল। ওই দুটি ছবিরও নাম রয়েছে ১০০ কোটির ক্লাবে। অতএব পর পর পাঁচটি ছবিতে একাধিপত্য বজায় রাখলেন অক্ষয় কুমার।

গত ২৫ অক্টোবর মুক্তি পায় অক্ষয়, রীতেশ দেশমুখ, কৃতী স্যানন ও ববি দেওল অভিনীত ‘হাউজফুল ফোর’। মাত্র পাঁচ দিনেই সেটি ১০০ কোটির গন্ডি পেরিয়ে গেছে। বুধবার পর্যন্ত ছবিটি ব্যবসা করেছে ১১৫ কোটির মতো। শুধুমাত্র মঙ্গলবারই এই ছবি ভারতজুড়ে ব্যবসা করেছে ২৪ কোটি টাকা।

উত্তর ও পশ্চিম ভারতে রমরমিয়ে চলছে ‘হাউজফুল ফোর’। দক্ষিণে ব্যবসা সামান্য পড়লেও এই অঞ্চল থেকে ইতোমধ্যেই রেকর্ড কালেকশন করেছে ছবিটি। কাজেই খিলাড়ি বৃহস্পতি যে এখন তুঙ্গে সে কথা বলাই বাহুল্য।