ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

অজয় দেবগণের জন্য এখনও ‘সিঙ্গেল’ টাবু!

বিনোদন ডেস্কঃ
অন্য ধারার অভিনয়ে চিরকালই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন টাবু। একের পর এক জুটি বেধেছেন বিভিন্ন নায়কের সঙ্গে। পেয়েছেন দর্শকদের প্রশংসা। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি এখনও সিঙ্গেল। কেন সিঙ্গেল? তা নিয়ে এতদিন পরে মুখ খুলে বিস্ফোরক উত্তর দিলেন অভিনেত্রী।
মুম্বই মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন, কাজলের স্বামী অজয় দেবগণের জন্য নাকি তিনি আজও সিঙ্গেল!
তবে কি টাবুর সঙ্গে বিশেষ সম্পর্ক ছিল অজয়ের? সে কারণেই কি আজও একা রয়েছেন তিনি? আসল ঘটনাটি ঠিক কী?
আসলে টাবু ও অজয় দীর্ঘ ২৫ বছরের বন্ধু। ছোটবেলায় টাবুর ভাই সমীর আর্যর প্রতিবেশী ছিলেন অজয়। সে সময় থেকেই টাবুর সঙ্গেও পরিচয় হয় অজয়ের।
টাবু জানিয়েছেন, সে সময় তার ভাই সমীর এবং অজয় নাকি সব সময় তার ওপর নজরদারি করতেন। তিনি কোথায় যাচ্ছেন, কার সঙ্গে কথা বলছেন সব খোজ রাখতেন দু’জন। এমনকী কোনও ছেলে যদি তার সঙ্গে শুধুমাত্র কথা বলতেন, তা হলেই তারা তাকে পেটানোর হুমকি দিতেন। আর সে কারণেই হয়তো আজও তিনি সিঙ্গেল থেকে গেলেন!
টাবুর কথায়, ‘অজয় যা করেছে তার জন্য নিশ্চয়ই এখন অনুতাপ করে। আমি ওকে একদিন বলেছিলাম, আমার জন্য যেন ভাল ছেলে খুঁজে দেয়।’
‘বিজয়পথ’, ‘হকিকত’, ‘দৃশ্যম’, ‘ফিতুর’, ‘তক্ষক’-এর পর ফের ‘গোলমাল এগেন’-এ এক সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন টাবু ও অজয়। তবে টাবুর এ হেন ‘অভিযোগের’ জবাবে এখনও পর্যন্ত মুখ খোলেননি অজয়। আনন্দবাজার/ এনডিটিভি।
ট্যাগস
আপলোডকারীর তথ্য

অজয় দেবগণের জন্য এখনও ‘সিঙ্গেল’ টাবু!

আপডেট সময় ০২:৩৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুন ২০১৭
বিনোদন ডেস্কঃ
অন্য ধারার অভিনয়ে চিরকালই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন টাবু। একের পর এক জুটি বেধেছেন বিভিন্ন নায়কের সঙ্গে। পেয়েছেন দর্শকদের প্রশংসা। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি এখনও সিঙ্গেল। কেন সিঙ্গেল? তা নিয়ে এতদিন পরে মুখ খুলে বিস্ফোরক উত্তর দিলেন অভিনেত্রী।
মুম্বই মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন, কাজলের স্বামী অজয় দেবগণের জন্য নাকি তিনি আজও সিঙ্গেল!
তবে কি টাবুর সঙ্গে বিশেষ সম্পর্ক ছিল অজয়ের? সে কারণেই কি আজও একা রয়েছেন তিনি? আসল ঘটনাটি ঠিক কী?
আসলে টাবু ও অজয় দীর্ঘ ২৫ বছরের বন্ধু। ছোটবেলায় টাবুর ভাই সমীর আর্যর প্রতিবেশী ছিলেন অজয়। সে সময় থেকেই টাবুর সঙ্গেও পরিচয় হয় অজয়ের।
টাবু জানিয়েছেন, সে সময় তার ভাই সমীর এবং অজয় নাকি সব সময় তার ওপর নজরদারি করতেন। তিনি কোথায় যাচ্ছেন, কার সঙ্গে কথা বলছেন সব খোজ রাখতেন দু’জন। এমনকী কোনও ছেলে যদি তার সঙ্গে শুধুমাত্র কথা বলতেন, তা হলেই তারা তাকে পেটানোর হুমকি দিতেন। আর সে কারণেই হয়তো আজও তিনি সিঙ্গেল থেকে গেলেন!
টাবুর কথায়, ‘অজয় যা করেছে তার জন্য নিশ্চয়ই এখন অনুতাপ করে। আমি ওকে একদিন বলেছিলাম, আমার জন্য যেন ভাল ছেলে খুঁজে দেয়।’
‘বিজয়পথ’, ‘হকিকত’, ‘দৃশ্যম’, ‘ফিতুর’, ‘তক্ষক’-এর পর ফের ‘গোলমাল এগেন’-এ এক সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন টাবু ও অজয়। তবে টাবুর এ হেন ‘অভিযোগের’ জবাবে এখনও পর্যন্ত মুখ খোলেননি অজয়। আনন্দবাজার/ এনডিটিভি।