মুরাদনগর বার্তা ডেস্ক (৪ই জানুয়ারী ২০১৫)
এ সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়া।
রোববার বেলা তিনটার দিকে বিএনপির গুলশান কার্যালয়ে অবরুদ্ধ খালেদা জিয়ার সঙ্গে আইনজীবীদের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ শেষে বেরিয়ে এ কথা জানান সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব।
আগামীকাল ৫ জানুয়ারির কর্মসূচির বিষয়ে আইনি পরামর্শ করতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন বিএনপিপন্থি আইনজীবীরা।
আগামীকাল ৫ জানুয়ারির কর্মসূচির বিষয়ে আইনি পরামর্শ করতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গুলশান কার্যালয়ে গেছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
এর আগে রোববার দুপুর ২টা ১০ মিনিটে মাহবুব হোসেনের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান। তবে তার সঙ্গে থাকা প্রতিনিধি দলের বাকি সদস্যদের প্রবেশ করতে দেয়া হয়নি।
আইনজীবীদের ওই দলে আরো ছিলেন- সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী, চেয়ারপারসনের উপদেষ্টা আ্যাডভোকেট জয়নুল অবেদিন, ঢাকা বারের বর্তমান সভাপতি মহসিন মিয়া, ঢাকা বারের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট সানাউল্লাহ প্রমুখ।