ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

অসুস্থ দুলাল মিয়ার বেঁচে থাকার আকুতি?

Dulal Mia-26-12-15

মো. হাবিবুর রহমানঃ

রোজ শনিবার, ২৬ ডিসেম্বর ২০১৫ ইং(মুরাদনগর বার্তা ডটকম):
‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ তাই আসুন কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের খানেপাড়া গ্রামের দরিদ্র সফিকুল ইসলামের ছেলে অসুস্থ্য দুলাল মিয়ার (৪৫) জীবন বাঁচাতে সহায়তা করি। বর্তমানে সে ঢাকা মিরপুর কেয়ার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পয়োনালী চিকন হয়ে যাওয়ায় ৭ দিন পর পর তার সামান্য মলত্যাগ হয়। যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রুতুল এবং মারাত্মক ঝুকিপূর্ণ। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার দ্রুত অপারেশন প্রয়োজন। অন্যথায় যে কোন মুহুর্তে তার জীবন প্রদীপ নিবে যেতে পারে। জটিল এ রোগের চিকিৎসায় ব্যয় হবে অনুমান ৬ (ছয়) লাখ টাকা।

স্ত্রী মালেকা বেগম অধ্যাপক আব্দুল মজিদ কলেজের ছাত্রাবাসে রান্না-বান্নার কাজ করে ২ ছেলে ও ১ মেয়ের ভরণপোষন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। পাশাপাশি দুলাল মিয়াও এলাকাবাসীর সাহায্য-সহায়তা নিয়ে ২০১২ সাল থেকে ওষুধপত্র সেবনের মাধ্যমে অনেকটা যুদ্ধ করেই যেন-তেন ভাবে বেঁচে রয়েছে। তিনি অপারেশন করে বাঁচার আকুতি জানিয়ে প্রধানমন্ত্রীসহ দেশের সকল আপামর হৃদয়বান ব্যক্তিদের কাছে সাহায্য কামনা করেছেন। তার আকুতি আপনাদের একজন ভাই হিসেবে যতটুকু সম্ভব আমাকে সহায়তা-সহমর্মিতা করে আমার অপারেশনে সহায়তা করবেন।

সাহায্য পাঠাবার ঠিকানা মো: মুজিবুর রহমান, সঞ্চয়ী হিসাব নং ১০৮৬৩১, জনতা ব্যাংক লি:, রামচন্দ্রপুর শাখা, মুরাদনগর, কুমিল্লা। প্রয়োজনে যোগাযোগ : ০১৭৩৫-৪১১০০১ ও ০১৯৫০-০৫৪৪৬২।

ট্যাগস

মুরাদনগরে কৃষক ও উদ্যোক্তাদের দিনব্যাপী কর্মশালা

অসুস্থ দুলাল মিয়ার বেঁচে থাকার আকুতি?

আপডেট সময় ০১:২৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০১৫

Dulal Mia-26-12-15

মো. হাবিবুর রহমানঃ

রোজ শনিবার, ২৬ ডিসেম্বর ২০১৫ ইং(মুরাদনগর বার্তা ডটকম):
‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ তাই আসুন কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের খানেপাড়া গ্রামের দরিদ্র সফিকুল ইসলামের ছেলে অসুস্থ্য দুলাল মিয়ার (৪৫) জীবন বাঁচাতে সহায়তা করি। বর্তমানে সে ঢাকা মিরপুর কেয়ার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পয়োনালী চিকন হয়ে যাওয়ায় ৭ দিন পর পর তার সামান্য মলত্যাগ হয়। যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রুতুল এবং মারাত্মক ঝুকিপূর্ণ। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার দ্রুত অপারেশন প্রয়োজন। অন্যথায় যে কোন মুহুর্তে তার জীবন প্রদীপ নিবে যেতে পারে। জটিল এ রোগের চিকিৎসায় ব্যয় হবে অনুমান ৬ (ছয়) লাখ টাকা।

স্ত্রী মালেকা বেগম অধ্যাপক আব্দুল মজিদ কলেজের ছাত্রাবাসে রান্না-বান্নার কাজ করে ২ ছেলে ও ১ মেয়ের ভরণপোষন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। পাশাপাশি দুলাল মিয়াও এলাকাবাসীর সাহায্য-সহায়তা নিয়ে ২০১২ সাল থেকে ওষুধপত্র সেবনের মাধ্যমে অনেকটা যুদ্ধ করেই যেন-তেন ভাবে বেঁচে রয়েছে। তিনি অপারেশন করে বাঁচার আকুতি জানিয়ে প্রধানমন্ত্রীসহ দেশের সকল আপামর হৃদয়বান ব্যক্তিদের কাছে সাহায্য কামনা করেছেন। তার আকুতি আপনাদের একজন ভাই হিসেবে যতটুকু সম্ভব আমাকে সহায়তা-সহমর্মিতা করে আমার অপারেশনে সহায়তা করবেন।

সাহায্য পাঠাবার ঠিকানা মো: মুজিবুর রহমান, সঞ্চয়ী হিসাব নং ১০৮৬৩১, জনতা ব্যাংক লি:, রামচন্দ্রপুর শাখা, মুরাদনগর, কুমিল্লা। প্রয়োজনে যোগাযোগ : ০১৭৩৫-৪১১০০১ ও ০১৯৫০-০৫৪৪৬২।