বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। কুমিল্লা-বুড়িচং রোডের চাঁনপুর রাস্তার মোড় থেকে গতকাল বুধবার গভীর রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার কালিয়াজুরি এলাকার মুসলেম মিয়ার ছেলে মো. বশির (৩৪), একই এলাকার কফিল উদ্দিন মিয়ার ছেলে মো. জনি (২৮), উকি মিয়ার ছেলে মো. রাসেল (১৯) এবং আব্দুল বারেকের ছেলে মো. ফারুক (২৫)।
গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির খবর জানতে পেরে জেলা গোয়েন্দা শাখার এসআই মো. সহিদুল ইসলাম, এসআই শাহ কামাল আকন্দ পিপিএম, এএসআই মো. নজরুল ইসলাম, এএসআই মো. কামাল হোসেন তাদের সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালায়।
সূত্র আরো জানায়, বুধবার রাত দেড়টায় কোতোয়ালি থানাধীন পালপাড়া ব্রিজের উত্তর পাশে কুমিল্লা-বুড়িচং রোডের চাঁনপুর রাস্তার মুখ থেকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তজেলা ডাকাতদলের চার সদস্যকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছে থাকা একটি দেশীয় তৈরি স্টিলের পাত ও পাইপ দ্বারা তৈরি এলজি বন্দুক, এক রাউন্ড গুলি ও চারটি ছোরা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ডাকাতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলার প্রক্রিয়া চলছে।