ঢাকা ১২:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আগাম নির্বাচনের সম্ভাবনা দেখছেন এরশাদ

জাতীয় ডেস্কঃ

দেশে আগাম নির্বাচনের সম্ভাবনা দেখছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছেন, দেশে আগাম নির্বাচন হতে পারে বলে কথা ভেসে বেড়াচ্ছে। যখনই নির্বাচন হোক জাতীয় পার্টি অংশ নিতে প্রস্তুত রয়েছে। রোববার দুপুরে রাজধানীর বনানীতে দলের কার্যালয়ে সম্মিলিত জাতীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকে এরশাদ এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর বিশেষ দূত বলেন, এখন রাজনীতিতে অস্থির অবস্থা বিরাজ করছে। আমরা কিন্তু অস্থির নেই। আমরা ভালো আছি। আমাদের ওপর অনেক কিছু নির্ভর করছে। আল্লাহ বারবার সুযোগ দেন না, এবার সুযোগ দিয়েছেন, এ সুযোগ কাজে লাগাতে হবে।

সম্মিলিত জাতীয় জোট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার,  প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, মেজর (অব.) খালেদ আক্তার, সুনীল শুভরায়, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা স উ ম আব্দুস সামাদ, মাওলানা আ ন ম মাসউদ হোসাইন আল ক্বাদেরী, অর্থসচিব সৈয়দ মোজাফ্ফর আহমদ, জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাছের ওহেদ ফারুক, বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ) প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান সেকেন্দার আলী মনি প্রমুখ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আগাম নির্বাচনের সম্ভাবনা দেখছেন এরশাদ

আপডেট সময় ১২:৪১:৫১ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮
জাতীয় ডেস্কঃ

দেশে আগাম নির্বাচনের সম্ভাবনা দেখছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছেন, দেশে আগাম নির্বাচন হতে পারে বলে কথা ভেসে বেড়াচ্ছে। যখনই নির্বাচন হোক জাতীয় পার্টি অংশ নিতে প্রস্তুত রয়েছে। রোববার দুপুরে রাজধানীর বনানীতে দলের কার্যালয়ে সম্মিলিত জাতীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকে এরশাদ এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর বিশেষ দূত বলেন, এখন রাজনীতিতে অস্থির অবস্থা বিরাজ করছে। আমরা কিন্তু অস্থির নেই। আমরা ভালো আছি। আমাদের ওপর অনেক কিছু নির্ভর করছে। আল্লাহ বারবার সুযোগ দেন না, এবার সুযোগ দিয়েছেন, এ সুযোগ কাজে লাগাতে হবে।

সম্মিলিত জাতীয় জোট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার,  প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, মেজর (অব.) খালেদ আক্তার, সুনীল শুভরায়, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা স উ ম আব্দুস সামাদ, মাওলানা আ ন ম মাসউদ হোসাইন আল ক্বাদেরী, অর্থসচিব সৈয়দ মোজাফ্ফর আহমদ, জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাছের ওহেদ ফারুক, বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ) প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান সেকেন্দার আলী মনি প্রমুখ।