প্রবাস ডেস্ক রির্পোটঃ
ডোনাল্ড ট্রাম্পের ব্যবহার ‘খুবই বিরক্তিকর’ এবং আন্তর্জাতিকভাবে তিনি ‘বিপদজনক’ ব্যক্তিতে পরিণত হয়েছেন বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান।
বিভিন্ন সময় ট্রাম্পের দেয়া বক্তব্য উদ্ধৃত করে জেইদ-রাদ-আল হুসেইন বলেন ডোনাল্ড ট্রাম্প নির্যাতন ও সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের নিয়ে যে ধরনের কথা বলেছেন তা গ্রহণযোগ্য নয়। নির্বাচনের ফলাফলের কারণে মানুষের মানবাধিকার ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা থাকলে সেটা নিয়ে তার কথা বলার অধিকার রয়েছে বলে তিনি মনে করেন।
আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। বিশেষ করে নারীদের সম্পর্কে ট্রাম্প যে অশালীন মন্তব্য করেছেন তা নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। সম্প্রতি ট্রাম্পের একটি ফাঁস হওয়া ভিডিওতে তাকে মেয়েদের নিয়ে আপত্তিকর কথা বলতে শোনা যায়।
ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন ‘এই ব্যক্তির আচরণ এমন যে তিনি যদি কোনও সাধারণ ডিপার্টমেন্ট স্টোরে চাকরির আবেদন করেন তাহলে সেটি পাবারও যোগ্যতা রাখেন না’। ডেমোক্রেট দলের প্রচারণায় অংশ নিয়ে তিনি এই কথা বলেন।
জেনেভায় এক সংবাদ সম্মেলনে জেইদ-রাদ-আল হুসেইন বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প যদি নির্বাচনে জয়ী হন, যে পরিবর্তন আনার কথা তিনি বলেছেন, আর সেটা যদি তিনি করতে চান- তাহলে আমি নিঃসন্দেহে বলতে পারি আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে তিনি একজন বিপদজনক প্রেসিডেন্ট হবেন’। সূত্র: বিবিসি