বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) গঠনের পর সুবিধা করতে না পারায় এবার নতুন আরেকটি দলের নাম ঘোষণা করেছেন বিএনপির বহিষ্কৃত নেতা ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা।
নতুন দলের নাম দেয়া হয়েছে বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি)। এছাড়া তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় জোট নামে নতুন একটি জোটেরও ঘোষণা দেয়া হয়েছে। তবে নতুন জোটে কোন কোন দল অন্তর্ভুক্ত হবে তা জানানো হয়নি।
শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় নিজের আইনি চেম্বারে আয়োজিত এক সংবাদ সম্মেলন তিনি এ ঘোষণা দেন।
এর আগে, বিএনপি থেকে বহিষ্কার হয়ে তিনি বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) নামে একটি দল গঠন করেছিলেন। পরে নিজের গড়া ওই দল থেকেও তাকে বহিষ্কার করা হয়।
গত বছর বিএনএফের কর্তৃত্ব হারানোর পর বিএনপিতে ফেরার আগ্রহ নিজ থেকে জানিয়েছিলেন সাবেক এই মন্ত্রী। তবে সংবাদ সম্মেলনে নিজের পুরনো দলের সমালোচনায় মুখর ছিলেন তিনি।
বিএনপির প্রতি ‘দুর্বলতা’ রয়েছে স্বীকার করলেও ফেরার সম্ভাবনা নাকচ করে নাজমুল হুদা বলেছেন, তিনি এখন আর ‘অসুস্থ রাজনীতির’ অংশ হতে চান না।
তিনি বলেন, ‘বিএনপি যখন অহিংস রাজনীতির পলিসি নিয়েছিল, তখন তাদের সঙ্গে ছিলাম। বিএনপি একের পর এক ভুল করে যাচ্ছে, এজন্যই দলটির এই দৈন্য দশা। মুখে আন্দোলনের কথা বললেও তারা মাঠে নামেনি।’
বিএনপিতে যোগ্যদের নেতৃত্বে আনা হচ্ছে না দাবি করে দলটির সাবেক এই ভাইস চেয়ারম্যান আলাদাভাবেই রাজনীতি করার পক্ষে যুক্তি দেখিয়েছেন।