জাতীয় ডেস্কঃ
‘নির্বাচন কমিশন কুমিল্লা সিটি করপোরেশনে সুষ্ঠু ভোটের পরিবেশ ধরে রাখতে ব্যর্থ হয়েছে’- বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। আজ বৃহস্পতিবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, নির্বাচন সুষ্ঠু করতে যে পরিবেশ দরকার তা কমিশন নিশ্চিত করতে পারেনি। সকাল থেকে অনেক কেন্দ্রে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর এজেন্টদের প্রবেশ করতে দেয়া হয়েনি। আবার কোথাও কোথাও তাদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। প্রশাসন নৌকার পক্ষে মাঠে কাজ করছে।
তিনি বলেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে স্থানীয় প্রশাসন সরকার দলের প্রার্থীর পক্ষে কাজ করছে। বিএনপির নেতাকর্মীদের ভোট কেন্দ্রে আসতে বাধা দেয়া হচ্ছে।
তিনি আরো বলেন, সরকার কুসিক নির্বাচনে নিজেদের পরাজয় নিশ্চিত জেনেই বিএনপির নেতাকর্মীদের কেন্দ্রে আসতে বাধা দিচ্ছে। প্রশাসনও তাদের হয়ে মাঠে কাজ করছে।