ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

এখনো ফুটবল বোঝেন না শাকিরা!

বিনোদন ডেস্কঃ
বিশ্বখ্যাত সঙ্গীত তারকা শাকিরা । ২০১০ সালের ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ‘ওয়াকা ওয়াকা’ গান গেয়ে সারা বিশ্বে সাড়া ফেলে দিয়েছিলেন। স্বামীও বিশ্বখ্যাত ফুটবল তারকা। অথচ তিনি নাকি ফুটবল বোঝেন না।
শাকিরার এই ফুটবল না বোঝার বিষয়টি অনেক পুরনো। ১৯৯৮ সালে ইনেভাইটেবল গানে শাকিরা বলেছিলেন ‘আমি ফুটবল বুঝি না।’ সেই গানের পর দুই দশক পার হয়েছে। এরপর বার্সেলোনা ও স্পেনের তারকা ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে বিয়ে করে সংসার করছেন আট বছর ধরে। এখন কি ফুটবল বোঝেন শাকিরা?
সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এখনো ফুটবলের কিছু অংশ না বোঝার বিষয়টি জানালেন শাকিরা।
সাক্ষাৎকারে শাকিরা বললেন, ‘এখনও ‘অফসাইড’ বিষয়টা বুঝতে পারি না। আপনি কি বিশ্বাস করেন, জেরার্ডের সঙ্গে আট বছর কাটানোর পরও আমার এই অবস্থা!’
তিনি বলেন, আমি খেলা নিয়ে সমালোচনা করার সাহস পাই না। তবে তার পরেও মাঝেমধ্যে সমালোচনা করি। কারণ আমি নাকি খেলা নিয়ে কিছু বললে জেরার্ডের কাছে খুব কিউট লাগে।
ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে সালিশি বৈঠকে ছুরিকাঘাতে যুবক খুন, আহত ৩

এখনো ফুটবল বোঝেন না শাকিরা!

আপডেট সময় ০২:৫২:৩০ অপরাহ্ন, রবিবার, ১৭ জুন ২০১৮
বিনোদন ডেস্কঃ
বিশ্বখ্যাত সঙ্গীত তারকা শাকিরা । ২০১০ সালের ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ‘ওয়াকা ওয়াকা’ গান গেয়ে সারা বিশ্বে সাড়া ফেলে দিয়েছিলেন। স্বামীও বিশ্বখ্যাত ফুটবল তারকা। অথচ তিনি নাকি ফুটবল বোঝেন না।
শাকিরার এই ফুটবল না বোঝার বিষয়টি অনেক পুরনো। ১৯৯৮ সালে ইনেভাইটেবল গানে শাকিরা বলেছিলেন ‘আমি ফুটবল বুঝি না।’ সেই গানের পর দুই দশক পার হয়েছে। এরপর বার্সেলোনা ও স্পেনের তারকা ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে বিয়ে করে সংসার করছেন আট বছর ধরে। এখন কি ফুটবল বোঝেন শাকিরা?
সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এখনো ফুটবলের কিছু অংশ না বোঝার বিষয়টি জানালেন শাকিরা।
সাক্ষাৎকারে শাকিরা বললেন, ‘এখনও ‘অফসাইড’ বিষয়টা বুঝতে পারি না। আপনি কি বিশ্বাস করেন, জেরার্ডের সঙ্গে আট বছর কাটানোর পরও আমার এই অবস্থা!’
তিনি বলেন, আমি খেলা নিয়ে সমালোচনা করার সাহস পাই না। তবে তার পরেও মাঝেমধ্যে সমালোচনা করি। কারণ আমি নাকি খেলা নিয়ে কিছু বললে জেরার্ডের কাছে খুব কিউট লাগে।