খেলাধুলা ডেস্কঃ
ডাম্বুলায় দ্বিতীয় ওডিআই ম্যাচে টানা তিন বলে তিন উইকেট নিয়ে শ্রীলঙ্কার রানের চাকা থামিয়ে দিলেন তাসকিন আহমেদ। ৩১১ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। পঞ্চম বাংলাদেশি বোলার হিসেবে এই গৌরবের কীর্তি গড়লেন বাংলাদেশি গতি তারকা। এ নিয়ে ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে হ্যাটট্রিক হল পাঁচটি।
| বোলার |
ভেন্যু
|
প্রতিপক্ষ | তারিখ |
| শাহাদাত হোসেন | হারারে | জিম্বাবুয়ে | ২ আগস্ট ২০০৬ |
| আবদুর রাজ্জাক | ঢাকা | জিম্বাবুয়ে |
৩ ডিসেম্বর ২০১০
|
| রুবেল হোসেন | ঢাকা | নিউজিল্যান্ড | ২৯ অক্টোবর ২০১৩ |
| তাইজুল ইসলাম | ঢাকা | জিম্বাবুয়ে | ১ ডিসেম্বর ২০১৪ |
| তাসকিন আহমেদ | ডাম্বুলা | শ্রীলঙ্কা | ২৮ মার্চ ২০১৭্ |
মুরাদনগর বার্তা ডেস্ক : 
















