ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

মঙ্গলবার করিমপুর ২২তম ইসলামী মহাসম্মেলন

মো: মোশাররফ হোসেন মনিরঃ

২৫ জানুয়ারী ২০১৫ ইং (মুরাদনগর বার্তা ডটকম):

মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের করিমপুর গ্রামের দারুল উলুম মহিউস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার ২২তম ইসলামী মহাসম্মেলন মঙ্গলবার বাদজোহর মাদ্াসা সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত হবে।

মুরাদনগর জামিয়া ইসলামিয়া মুজাফ্ফারুর উলুম মাদ্াসার সদও মায়খুল হাদিস আল্লামা আব্দুর লতিফ দা.বা. এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, খাদেমে রাসূল ভূইয়া। ইসলামী মহাসম্মেলনে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করবেন হাটহাজারী জামিয়া আহলিয়া মঈনুল ইসলামের সিনিয়র মুহাদ্দিস প্রখ্যাত হাদিস বিশারদ আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী দা.বা.।

আরো ওয়াজ করবেন শায়েস্তাঞ্জ মাদ্রাসায়ে নূরে মদীনার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল খতিবে আযম আল্লামা নূরুর ইসলাম ওলীপুরী দা.বা., মিরপুর জামেয়া কাসেমুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওরানা জুনায়েদ আল হাবীব, উত্তরা গাউসুল আজম জামে মসজিদের খতিব মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মুরাদনগর জামিয়া ইসলামিয়া মুজাফ্ফারুর উলুম মাদ্াসার শিক্ষা সচিব মুফতি আমজাদ হুসাইন, ডেমরা জামে মসজিদের খতিব মাও: গাজী ইয়াকুব উসমানী, মুরাদনগর জামিয়া ইসলামিয়া মুজাফ্ফারুর উলুম মাদ্াসার শিক্ষক হাফেজ আমিনুল ইসলাম প্রমুখ।

ট্যাগস

মুরাদনগরে মাদক, চাঁদাবাজি ও ভূমি দখলদারদের বিরুদ্ধে বিএনপির মাইকিং

মঙ্গলবার করিমপুর ২২তম ইসলামী মহাসম্মেলন

আপডেট সময় ০৮:৪৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০১৫

মো: মোশাররফ হোসেন মনিরঃ

২৫ জানুয়ারী ২০১৫ ইং (মুরাদনগর বার্তা ডটকম):

মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের করিমপুর গ্রামের দারুল উলুম মহিউস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার ২২তম ইসলামী মহাসম্মেলন মঙ্গলবার বাদজোহর মাদ্াসা সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত হবে।

মুরাদনগর জামিয়া ইসলামিয়া মুজাফ্ফারুর উলুম মাদ্াসার সদও মায়খুল হাদিস আল্লামা আব্দুর লতিফ দা.বা. এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, খাদেমে রাসূল ভূইয়া। ইসলামী মহাসম্মেলনে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করবেন হাটহাজারী জামিয়া আহলিয়া মঈনুল ইসলামের সিনিয়র মুহাদ্দিস প্রখ্যাত হাদিস বিশারদ আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী দা.বা.।

আরো ওয়াজ করবেন শায়েস্তাঞ্জ মাদ্রাসায়ে নূরে মদীনার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল খতিবে আযম আল্লামা নূরুর ইসলাম ওলীপুরী দা.বা., মিরপুর জামেয়া কাসেমুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওরানা জুনায়েদ আল হাবীব, উত্তরা গাউসুল আজম জামে মসজিদের খতিব মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মুরাদনগর জামিয়া ইসলামিয়া মুজাফ্ফারুর উলুম মাদ্াসার শিক্ষা সচিব মুফতি আমজাদ হুসাইন, ডেমরা জামে মসজিদের খতিব মাও: গাজী ইয়াকুব উসমানী, মুরাদনগর জামিয়া ইসলামিয়া মুজাফ্ফারুর উলুম মাদ্াসার শিক্ষক হাফেজ আমিনুল ইসলাম প্রমুখ।