বিশেষ প্রতিনিধি, কুমিল্লাঃ
কুমিল্লায় পুলিশের তালিকাভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী রবিনকে আটক করেছে ডিবি পুলিশ।
কুমিল্লা মহানগরীর তালিকা ভুক্ত সন্ত্রাসী তৌফিকুল ইসলাম রবিন (২৫)কে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার ভোরে নগরীর দক্ষিণ চর্থায় এলাকায় অভিযান চালিয়ে তাকে গুলি ভর্তি বিদেশি পিস্তল ও এলজিসহ গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি সূত্র জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সহিদুল ইসলাম ও এসআই মো. শাহ কামাল আকন্দ পিপিএমের নেতৃত্বে ডিবির একটি দল নগরীর দক্ষিণ চর্থার বড় পুকুর পাড় এলাকার অভিযান চালায়।
সেখানে সন্ত্রাসী তৌফিকুল ইসলাম রবিনের বাসায় তল্লাশি চালায় পুলিশ।
এ সময় গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড কার্তুজসহ একটি এলজি উদ্ধার করা হয়। এ ঘটনায় দুপুরে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতার রবিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।