কুমিল্লা প্রতিনিধি :
গত ২৪ ঘন্টায় কুমিল্লায় মেঘনা উপজেলায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা মকবুল হোসেন (৬০) নামে আরও এক ব্যক্তি ও বরুড়া উপজে’লার এক ব্যক্তির শরীরের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ পাওয়া গেছে।
মকবুল হোসেন জেলার মেঘনা উপজেলার লুটেরচর গ্রামের বাসিন্দা ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জালাল উদ্দিন।
বরুড়া উপজে’লার খোশবাস উত্তর ইউনিয়নের আরিফপুর গ্রামের ব্যক্তি নারায়নগঞ্জ জুট মিলে কাজ করতো । এই নিয়ে বরুড়ায় দুইজন করো’না রোগী শনাক্ত করা হয়েছে। দুইজন আ’ক্রান্ত রোগী একই ইউনিয়নের কেমতলী গ্রামের । বরুড়া থানার ওসি তদন্ত ইকবাল বাহার মজুমদার ও সিভিল সার্জন কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছেন।
মেঘনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জালাল উদ্দিন জানান, মকবুল হোসেন অসুস্থ হয়ে পড়লে স্থানীয় ডাক্তারের চিকিৎসা নেন। পরে অবস্থার অবনতি হলে রবিবার সন্ধ্যায় তাকে অজ্ঞান অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাতেই তার মৃত্যু হয়। মঙ্গলবার তার নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজেটিভ আসে।
তিনি আরও জানান, ওই ব্যক্তির রিপোর্ট হাতে পাওয়ার পরই উপজেলার লুটেরচর গ্রামটি লকডাউন করা হয়েছে। সবাইকে সতর্ক ও সাবধান থাকার পরামর্শ দেয়া হয়েছে।
উপজেলার সর্বমোট আ’ক্রান্ত সংখ্যা:
কুমিল্লা জেলায় করোনায় আক্রা’ন্তের সংখ্যা ৩৬জন (২১ এপ্রিল পর্যন্ত)। জেলার ১৭টি উপজেলার ১২টি তে করো’না ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
তিতাস-৮, দাউদকান্দি-৮, বুড়িচং-৭, চান্দিনা-৪, দেবিদ্বার-১, ব্রাহ্মণপাড়া-১, সদর দক্ষিণ-১, বরুড়া-২, চৌদ্দগ্রাম-১, লাকসাম-১ ও হোমনা-১, মেঘনা- ২ ।
একজন ব্যক্তি করোনা আ’ক্রান্ত হলে পরবর্তীতে ২ থেকে ৪টি পরীক্ষার মাধ্যমে তার সর্বশেষ অবস্থা নির্ণয় করা হয়। তিতাসের বিরামকান্দির জালাল উদ্দিনের ইতিমধ্যে ১টি রিপোর্ট নেগেটিভ এসেছে।