জেলা প্রতিনিধি, কুমিল্লাঃ
কুমিল্লায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ২৫ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। শুক্রবার রাতে কুমিল্লা ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) একাধিক টিম ভারত সীমান্তবর্তী জেলার সদর দক্ষিণ উপজেলার বিরাহীমপুরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ ও ইয়াবা পাচারকালে সোহাগ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, বিজিবির একটি দল শুক্রবার রাত ৮টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার বিরাহীমপুর এলাকায় অভিযান চালায়। এসময় ৬ হাজার ২৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই উপজেলার নির্ভয়পুর গ্রামের সায়েদ আলীর ছেলে সোহাগকে (৪৭) আটক করে। এছাড়া সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ৪৭৬ বোতল ফেনসিডিল, ৩৫ বোতল হুইস্কি, ৩ কেজি গাঁজা, বিপুল পরিমাণ স্টেরয়েড ট্যাবলেটসহ মাদক ও নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করে।
১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খন্দকার গোলাম সারোয়ার জানান, ‘আটককৃত সোহাগ ওই এলাকার একজন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী, তার বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে। অভিযানে জব্দকৃত ইয়াবাসহ মাদকদ্রব্যের মূল্য ২৫ লাখ ২৯ হাজার ৯০০ টাকা এবং এগুলো শনিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে জমা করা হয়েছে।’