বিশেষ প্রতিনিধি, কুমিল্লাঃ
কুমিল্লায় বিজিবির অভিযানে প্রায় এক কোটি টাকা মূল্যের ভারতীয় আতশবাজি উদ্ধার করা হয়েছে।
বুধবার বিকালে বিজিবি’র একটি দল কুমিল্লা নগরীর মধ্য মুরাদপুর ও গর্জনখোলা এলাকায় অভিযান চালিয়ে একাধিক গুদামে তল্লাশি করে এসব আতশবাজি উদ্ধার করে।
কুমিল্লা কোটবাড়ির বিজিবি সদর সেক্টরের মেজর মো. নাহিদুজ্জামান জানান, ৫৮ প্রকারের ৫৫ হাজার প্যাকেট ভারতীয় আতশবাজি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আতশবাজির আনুমানিক মূল্য ৯০ লাখ টাকা।
এসব আতশবাজি বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা কাষ্টমস্ অফিসে জমা করা হয়েছে এবং গোডাউন মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।