স্টাফ রির্পোটার, কুমিল্লাঃ
কুমিল্লায় পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই খুন হয়েছে।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টায় জেলার বরুড়া উপজেলার চিতড্ডা ইউনিয়নের চিতড্ডা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার দুপুরে নিহতের ছেলে ইব্রাহিম খলিল (বাশার) বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মামলা করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার চিতড্ডা গ্রামে মৃত আলী আকবরের ছেলে মোতালেব হোসেনের (৬০) সঙ্গে সম্পত্তি নিয়ে শুক্রবার রাতে তার ছোট ভাই ইদু মিয়ার (৫০) কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইদু মিয়া তার ছেলে রাজিবসহ তাদের সহযোগিরা উত্তেজিত হয়ে মোতালেব হোসেনের ওপর হামলা ও তাকে মারধর করে। এতে ঘটনাস্থলেই মোতালেব মারা যান। খবর পেয়ে পুলিশ শনিবার দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
বরুড়া থানার ওসি মাহবুব মোরশেদ জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।