আবুল কালাম আজাদঃ
বাংলাদেশ পুলিশ, ইউনাইটেট কর্মাশিয়াল ব্যাংক, গ্রামীন ফোন ও আইটিসিএল এর যৌথ উদ্যোগে কুমিল্লা জেলা পুলিশের ই-ট্র্যাফিকিং কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করা হয়।
বুধবার নগরীর কান্দিরপাড় পূবালী চত্ত্বরে পস মেশিনে ই-ট্র্যাফিকিংয়ে মটরযান আইনে মামলা কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, সদর সার্কেল তানভীর সালেহীন ইমন, কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালাম মিয়া, টিআই আহমেদ নূর, ফিরোজ আলম, এমদাদুল হকসহ ইউনাইটেট কর্মাশিয়াল ব্যাংক, গ্রামীন ফোন ও আইটিসিএল এর কর্মকর্তাবৃন্দ।
রাজধানী ঢাকা ও চট্রগ্রামের পর জেলা পর্যায়ে প্রথম কুমিল্লায় ই-ট্র্যাফিকিংয়ে মটরযান আইনের মামলার কার্যক্রমের শুভ উদ্ধোধন করা হয়।