ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় তুলার কারখানায় আগুন

স্টাফ রির্পোটার, কুমিল্লাঃ

কুমিল্লায়ে একটি তুলা তৈরির কারখানা ও কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার বিকেল পৌনে ৩টায় এ দুর্ঘটনা ঘটে। সদর উপজেলার আলেখারচর সংলগ্ন আমতলী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা সংলগ্ন ব্যবসায়ী মিজানুর রহমান মোহনের মালিকানাধীন তুলা তৈরির কারখানা ও গুদামের একটি স্থানে অগ্নিকাণ্ডের সূচনা হয়ে পরে তা পুরো ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে।

এ সময় সেখানে কর্মরত শ্রমিকরা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হলেও বিপুল পরিমাণ তুলা এবং তুলা তৈরির জন্য রাখা টুকরো কাপড় ও দুটি মেশিন পুড়ে যায়। খবর পেয়ে কুমিল্লা সদর, সদর দক্ষিণ ও চান্দিনা থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিকেল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

কারখানার কর্মরত শ্রমিকরা জানান, গার্মেন্ট্সের অব্যবহৃত টুকরো কাপড় থেকে সেখানে মেশিনের সাহায্যে তুলা তৈরি করা হতো। মেশিনের অতিরিক্ত উত্তাপের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। ঘটনাস্থলে আসা ময়নামতি ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির এসআই শামীম জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণের চেষ্টা চলছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে পরকীয়ায় বাধা দেওয়ায় খুন লাশ গুম

কুমিল্লায় তুলার কারখানায় আগুন

আপডেট সময় ০২:২৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭
স্টাফ রির্পোটার, কুমিল্লাঃ

কুমিল্লায়ে একটি তুলা তৈরির কারখানা ও কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার বিকেল পৌনে ৩টায় এ দুর্ঘটনা ঘটে। সদর উপজেলার আলেখারচর সংলগ্ন আমতলী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা সংলগ্ন ব্যবসায়ী মিজানুর রহমান মোহনের মালিকানাধীন তুলা তৈরির কারখানা ও গুদামের একটি স্থানে অগ্নিকাণ্ডের সূচনা হয়ে পরে তা পুরো ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে।

এ সময় সেখানে কর্মরত শ্রমিকরা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হলেও বিপুল পরিমাণ তুলা এবং তুলা তৈরির জন্য রাখা টুকরো কাপড় ও দুটি মেশিন পুড়ে যায়। খবর পেয়ে কুমিল্লা সদর, সদর দক্ষিণ ও চান্দিনা থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিকেল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

কারখানার কর্মরত শ্রমিকরা জানান, গার্মেন্ট্সের অব্যবহৃত টুকরো কাপড় থেকে সেখানে মেশিনের সাহায্যে তুলা তৈরি করা হতো। মেশিনের অতিরিক্ত উত্তাপের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। ঘটনাস্থলে আসা ময়নামতি ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির এসআই শামীম জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণের চেষ্টা চলছে।