ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩

কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লায় আওয়ামী লীগের দুই পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের কমপক্ষে তিনজন আহত হয়েছেন। বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যাওয়ার পথে জেলার বরুড়া উপজেলা সদরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দলের বরুড়া উপজেলা আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামের নেতৃত্বে দল ও দলের অঙ্গসংগঠনের তার অনুসারী স্থানীয় নেতা-কর্মীরা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সমবেত হন। দুপুর দেড়টার দিকে তারা দলের কার্যালয় থেকে উপজেলা পরিষদ ক্যাম্পাসের বঙ্গবন্ধুর প্রতিকৃতি ম্যুরালে পুষ্পস্তবক অর্পণে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে স্থানীয় সাবেক এমপি নাছিমুল আলম চৌধুরী নজরুল অনুসারী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বকতার হোসেনের নেতৃত্বে অপর পক্ষের নেতাকর্মীরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় দুইপক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
ওই ঘটনায় বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, বরুড়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন, পৌর ছাত্রলীগ নেতা রানা আহত হন। অ্যাডভোকেট কামরুল ইসলাম জানান, ’নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতি ম্যুরালে শ্রদ্ধা জানানোর জন্য শান্তিপূর্ণভাবে যাওয়ার পথে ককটেল বিস্ফোরণে আতংক সৃষ্টি করে অতর্কিতভাবে এ হামলা চালিয়ে তিনজন নেতা-কর্মীকে আহত করেছে। তারা বরুড়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’ অপর পক্ষের বকতার হোসেনের নিকট এ বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি মিটিংয়ে আছেন বলে সংযোগ কেটে দেন। এদিকে এ ঘটনায় উপজেলা সদরে দুইপক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।
দুইপক্ষে সংঘর্ষের বিষয়টি স্বীকার করে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় বরুড়া থানার ওসি আজম উদ্দিন মাহমুদ জানান, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’
ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মুরাদনগরে বিক্ষোভ ও সড়ক অবরোধ

কুমিল্লায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩

আপডেট সময় ০২:০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০১৭
কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লায় আওয়ামী লীগের দুই পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের কমপক্ষে তিনজন আহত হয়েছেন। বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যাওয়ার পথে জেলার বরুড়া উপজেলা সদরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দলের বরুড়া উপজেলা আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামের নেতৃত্বে দল ও দলের অঙ্গসংগঠনের তার অনুসারী স্থানীয় নেতা-কর্মীরা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সমবেত হন। দুপুর দেড়টার দিকে তারা দলের কার্যালয় থেকে উপজেলা পরিষদ ক্যাম্পাসের বঙ্গবন্ধুর প্রতিকৃতি ম্যুরালে পুষ্পস্তবক অর্পণে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে স্থানীয় সাবেক এমপি নাছিমুল আলম চৌধুরী নজরুল অনুসারী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বকতার হোসেনের নেতৃত্বে অপর পক্ষের নেতাকর্মীরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় দুইপক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
ওই ঘটনায় বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, বরুড়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন, পৌর ছাত্রলীগ নেতা রানা আহত হন। অ্যাডভোকেট কামরুল ইসলাম জানান, ’নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতি ম্যুরালে শ্রদ্ধা জানানোর জন্য শান্তিপূর্ণভাবে যাওয়ার পথে ককটেল বিস্ফোরণে আতংক সৃষ্টি করে অতর্কিতভাবে এ হামলা চালিয়ে তিনজন নেতা-কর্মীকে আহত করেছে। তারা বরুড়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’ অপর পক্ষের বকতার হোসেনের নিকট এ বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি মিটিংয়ে আছেন বলে সংযোগ কেটে দেন। এদিকে এ ঘটনায় উপজেলা সদরে দুইপক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।
দুইপক্ষে সংঘর্ষের বিষয়টি স্বীকার করে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় বরুড়া থানার ওসি আজম উদ্দিন মাহমুদ জানান, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’