ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় বন্দুকযুদ্ধে সন্ত্রাসী আবেদ নিহত

২৫ ডিসেম্বর (মুরাদনগর বার্তা ডটকম ডেস্ক):

কুমিল্লা নদীর পালপাড়া ব্রিজে কুমিল্লার গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে আবেদ খান নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এসময় তার কাছ থেকে একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আজাদ নগরের অশোকতলা এলাকার শমসের খানের ছেলে।
গোয়েন্দা পুলিশ জানায়, রাতে একদল সন্ত্রাসী পালপাড়া ব্রিজের কাছে নাশকতার পরিকল্পনা করছিল। খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে আজাদ গুলিবিদ্ধ হন।

একপর্যায়ে বাকি সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে পুলিশ গুলিবিদ্ধ আজাদকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ডিবি পুলিশের ওসি মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মুরাদনগরে বিক্ষোভ ও সড়ক অবরোধ

কুমিল্লায় বন্দুকযুদ্ধে সন্ত্রাসী আবেদ নিহত

আপডেট সময় ০৪:৫৬:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০১৪

২৫ ডিসেম্বর (মুরাদনগর বার্তা ডটকম ডেস্ক):

কুমিল্লা নদীর পালপাড়া ব্রিজে কুমিল্লার গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে আবেদ খান নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এসময় তার কাছ থেকে একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আজাদ নগরের অশোকতলা এলাকার শমসের খানের ছেলে।
গোয়েন্দা পুলিশ জানায়, রাতে একদল সন্ত্রাসী পালপাড়া ব্রিজের কাছে নাশকতার পরিকল্পনা করছিল। খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে আজাদ গুলিবিদ্ধ হন।

একপর্যায়ে বাকি সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে পুলিশ গুলিবিদ্ধ আজাদকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ডিবি পুলিশের ওসি মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।